গিয়াসের কথায় আশিকের গান

Looks like you've blocked notifications!

মূলত লোকগান করে থাকেন সৈয়দ আশিকুর রহমান আশিক। তবে, এবার ভিন্নমাত্রা যোগ করতে ‘এলোমেলো স্বপ্ন’ শিরোনামে আধুনিক গান গেয়েছেন এই লোকসংগীত শিল্পী।

গীতিকার দেওয়ান গিয়াস চৌধুরীর কথায় ও অনুপম প্রতীকের সুর ও সংগীত আয়োজনে চিত্রগ্রহণ ও পরিচালনা করেছেন আবির স্বপ্নবাজ। গানের মডেল হিসেবে রয়েছেন রাব্বি চৌধুরী ও বৃষ্টি চৌধুরী। গানটি ঈদুল ফিতরের আগে চাঁদরাতে ইউটিউব চ্যানেল আশিক গ্যালারি থেকে রিলিজ পায়।

আধুনিক গানটি নিয়ে সংগীত শিল্পী আশিক বলেন, ‘আমি সাধারণ লোকগান নিয়ে কাজ করি। আমার ভক্তরা আমাকে লোক গান করতেই দেখেন। এবার  আমার ভক্তদের জন্য নতুন কিছু করতেই আধুনিক গানটি করেছি। আশা করি, তাদের ভালো লাগবে। আমার লোকগানে তারা যেভাবে পছন্দ করেছেন, এ গানটিও তারা শুনবেন। যদি তাদের ভালো লাগে, তাহলে আমি আরও আধুনিক গান করব। আর গানটি শুনে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর এই গানের গীতিকার দেওয়ান গিয়াস চৌধুরী আমার বন্ধু। তিনি অনেক সুন্দর করে গানটি লিখেছেন। ছোট ভাই অনুপম প্রতীক উদীয়মান সুরকার এবং মিউজিক ডিরেক্টর। ভবিষ্যতেও তাঁদের সঙ্গে কাজ করার আরও ইচ্ছা আছে।’

গানের প্রসারে কাজ করছেন জানিয়ে আশিক বলেন, ‘আমি সিলেটসহ দেশের প্রত্যন্ত এলাকার লোকগান নিয়ে কাজ করছি। যারা সব সময় আড়ালে থেকে গেছেন, তাঁদের লেখা গান করছি। সেই সঙ্গে বাউল সম্রাট শাহ আব্দুল করিম, হাছন রাজা, রাধারমণ ও দুবীণ শাহ’র নতুন নতুন গানের কাজেও হাত দিয়েছি, যেসব গান এখনও দর্শক শোনেননি।’

দেওয়ান গিয়াস চৌধুরী বলেন, ‘আমি সাধারণত নাটক নিয়ে কাজ করি। গান শখের জন্য করা হয়। দুই বছরে ‘এলোমেলো স্বপ্ন’সহ আমার তিনটি গান মুক্তি পেয়েছে। এর আগে দীর্ঘ রাত ও অভিমানী স্মৃতি বের হয়েছিল। এবারের গানটি আমার জন্য অনেক বিশেষ, কারণ এবারের গানটি বর্তমান সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী আশিক গেয়েছেন। আর সংগীত শিল্পী আশিক আমার বন্ধু। তো বন্ধু হওয়ায় তার মতো এত বড় মাপের সংগীত শিল্পী আমার গানটি গেয়েছেন। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে। আগামীতে আপনাদের জন্য আরও ভালো কাজ নিয়ে আসার চেষ্টা করব।’