জাহিদ নেওয়াজ খানের নতুন উপন্যাস ‘সূত্রধর’

Looks like you've blocked notifications!
জাহিদ নেওয়াজ খানের নতুন উপন্যাস ‘সূত্রধর’। ছবি : কোলাজ

প্রকাশ হয়েছে জাহিদ নেওয়াজ খানের নতুন উপন্যাস ‘সূত্রধর’। বইটি প্রকাশ করেছে আবিষ্কার প্রকাশনী। তানভীর আশিকের তোলা আলোকচিত্র ব্যবহার করে বইটির প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য। বইটির মুদ্রিত মূল্য ২০০ টাকা।

‘সূত্রধর’ এক পরাবাস্তব ভূখণ্ডের গল্প, যেখানে পায়ের নিচে মাটি নেই। মাথার ওপরের আকাশটা প্রায় মাথা ছুঁয়ে থাকা কংক্রিটের জঞ্জাল, তাই মাথা উঁচু করা যায় না। সামনে-পেছনে-চারপাশে বাতাসহীন জলের বুদবুদ, সেই বুদবুদে দম হয়তো নেওয়া যায়, জীবনও হয় যাপিত; তার পরও কেউ কেউ বুঝতে পারেন এ ভূখণ্ড তাঁরা আসলে ফেলে এসেছিলেন অনেক বছর আগে।

একদিন শ্যামল-সুন্দর-সবুজে ঘর বেঁধেছিলেন তাঁরা। কিন্তু ঘোড়ায় চড়ে এবং শূন্যে ভাসা বহুমুখী সেতুগুলো পেরিয়ে ফেলে আসা ও বাতিল করে দেওয়া অতীত কীভাবে কীভাবে আবার প্রত্যাবর্তন ঘটিয়ে তাঁদের আষ্টেপৃষ্ঠে বেঁধে শরীর-মন-মগজে ঢুকে পড়েছে। তাই এখন বধির কিংবা নৈঃশব্দ্যকাল, কেউ অস্ত্রোপচারে কেউ অস্ত্রোপচার ছাড়াই—পা-সকল উল্টোদিকে কিংবা পা-সব ঠিকই আছে, বরং চোখগুলো পেছনে অথবা স্বেচ্ছা-অন্ধত্ব। তার পরও হয়তো মা বলেই পাহাড়ের ওপাশে লুকিয়ে থাকা আলোর খোঁজ করেন রোজি রোজারিও।

‘সূত্রধর’ তাই শেষ পর্যন্ত এক ‘মা’র গল্প, পৌরাণিক যুগ থেকে পুনর্জন্ম নেওয়া এক মা।