পাঁচ বছরের কম বয়সে বই প্রকাশ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

যে বয়সে ঘরে বসে খেলার কথা ও পরিবার থেকে শেখার কথা, সেই বয়সেই বই লিখে হইচই ফেলে দিয়েছে এক শিশু। পাঁচ বছরের কম বয়স ওই শিশুর। এই কৃতিত্বের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম উঠেছে তার। ঘটনাটি আরব আমিরাতের দুবাইয়ের শিশু সায়েদ রাশেদ আলমেহেরির। আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যমটি বলছে, ছেলে শিশুদের মধ্যে সবচেয়ে কম বয়সে বই প্রকাশ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লিখেয়েছেন দুবাইয়ের শিশু সায়েদ রাশেদ আলমেহেরি। তার এই চেষ্টা প্রমাণ করে, বয়স অর্জনের জন্য বাধা হতে পারে না।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ বলছে, জন্মের চার বছর ২১২ দিনে বই প্রকাশ করেছে দুবাইয়ের শিশু সায়েদ। বিশ্বের সবচেয়ে কম বয়সী ব্যক্তি, যার বই প্রকাশ হয়েছে।
সায়েদের প্রকাশিত বইটি ভেরিফাইড করা হয় চলতি বছরের ৯ মার্চ। ইতোমধ্যে ‘দ্য ইলিফেন্ট সায়েদ অ্যান্ড দ্য বিয়ার’ বইটির এক হাজার কপি বিক্রিও হয়ে গেছে। প্রকাশিত বইটিতে দুটি প্রাণীর মধ্যে দয়া এবং অপ্রত্যাশিত বন্ধুত্বের গল্প তুলে ধরা হয়েছে।
এনডিটিভি বলছে, রেকর্ড ভাঙায় সায়েদের পরিবার পারদর্শী। বড় বোন আলদাবি সায়েদের বইটি লেখার মূল অনুপ্রেরণা।

খালিজ টাইমস বলছে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম রয়েছে আট বছর বয়সী শিশু আলদাবিরও। মেয়ে শিশু হিসেবে একটি বইয়ের সিরিজ লিখেছেন তিনি। একইসঙ্গে মেয়ে শিশু হিসেবে সবচেয়ে কম বয়সের রেকর্ডও রয়েছে আলদাবির। এ ছাড়া তিনি একজন উদ্যোক্তা ও একটি প্রকাশক সংস্থার কর্ণধার।