বইমেলায় আমীন আল রশীদের ‘সংবিধানের রাজনৈতিক বিতর্ক’
অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ প্রকাশিত হলো সাংবাদিক আমীন আল রশীদের গদ্যগ্রন্থ ‘সংবিধানের রাজনৈতিক বিতর্ক’। আমীন আল রশীদ দীর্ঘদিনের সংসদ-সাংবাদিকতার অভিজ্ঞতার আলোকে বইটি লিখেছেন। বইটি প্রকাশ করেছে ঐতিহ্য।
গ্রন্থমেলার ১৪ নম্বরে প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে। বইটির দাম রাখা হয়েছে ২০০ টাকা। মেলায় পাওয়া যাচ্ছে ২৫ শতাংশ কমিশনে, ১৫০ টাকায়। বইয়ের প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ।
বাংলাদেশের সংবিধানের বেশ কিছু গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ইস্যু নিয়ে সাংবাদিক আমীন আল রশীদ লিখেছেন ‘সংবিধানের রাজনৈতিক বিতর্ক’। লেখক এই বইতে মূলত সংবিধানের নানা বিষয় নিয়ে সচেতন নাগরিকদের মনে জমে থাকা বেশ কিছু প্রশ্নের নির্মোহ বিশ্লেষণ করার চেষ্টা করেছেন।
এর আগে ২০১১ সালে তিনি ‘সংবিধানের পঞ্চদশ সংশোধনী : আলোচনা-তর্ক-বিতর্ক’ নামে যে বইটি লিখেছিলেন, সেটি ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে রেফারেন্স হিসেবে ব্যবহার করেছিলেন আপিল বিভাগ। এরপর ২০১৫ সালে লিখিত তাঁর ‘সরকারি বিরোধী দল’ বইটিও আলোচনায় আসে। এ বই দুটিও প্রকাশ করেছিল ঐতিহ্য।