বইমেলায় আসছে মৃদুলের নতুন উপন্যাস ‘ঘানি’

Looks like you've blocked notifications!

এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হতে যাচ্ছে রবিউল করিম মৃদুলের নতুন উপন্যাস ‘ঘানি’। এর আগে মৃদুল তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘জলপাই রঙের কোট’ দিয়ে পাঠকের প্রশংসা কুড়িয়েছেন। ‘ঘানি’ তাঁর পঞ্চম উপন্যাস।

বই প্রসঙ্গে মৃদুল বলেন, “এটি মূলত মর্মন্তুদ জীবন-বেদনার গল্প। নাম ‘ঘানি’ হলেও উপন্যাসের ঘটনা তৈল ভাঙানোর ঘানি বা ঘানিকেন্দ্রিক কোনো ঘটনা নয়। এটি মূলত জীবন ভাঙানোর ঘানি। জীবনকে ভেঙেচূড়ে নিংড়ে রস বের করে নেওয়ার ঘানি।”

মৃদুল আরো বলেন, “রংপুর অঞ্চলের বিস্তীর্ণ জনপদে ১৯৭৪-এর দুর্ভিক্ষের প্রেক্ষাপটে রচিত হয়েছে ‘ঘানি’। ’৭৪-এর গল্প বলতে গিয়ে অবশ্যম্ভাবীভাবে ধরা দিয়েছে ’৭১। মুক্তিযুদ্ধ ও দুর্ভিক্ষ ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকলেও ‘ঘানি’ কেবল একই জায়গায় আটকে থাকেনি। ‘ঘানি’তে মূর্ত হয়েছে জীবনের নানা টানাপোড়েন, প্রেম ও বিষাদ, প্রাপ্তি ও অপ্রাপ্তি, বিশ্বাস ও বৈরিতা। জীবন এখানে ধরা দিয়েছে রূঢ় বাস্তবতা নিয়ে।”

বইটি প্রকাশ করছে শুদ্ধ প্রকাশ। প্রচ্ছদ এঁকেছেন চারু পিন্টু। মুদ্রিত মূল্য ৫০০ টাকা। এর আগে প্রকাশিত হয়েছে রবিউল করিম মৃদুলের আটটি বই।