বইমেলায় উদয় হাকিমের ‘রহস্যময় আদম পাহাড়’
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে লেখক, সাংবাদিক, আবৃত্তিশিল্পী এবং করপোরেট ব্যক্তিত্ব উদয় হাকিমের ভ্রমণসাহিত্য ‘রহস্যময় আদম পাহাড়’। নিজের লেখা সপ্তম বইয়ে শ্রীলঙ্কার দর্শনীয় স্থান অ্যাডামস পিক-এর উপজীব্য তুলে ধরেছেন উদয় হাকিম।
শুধু ভ্রমণের অভিজ্ঞতাই নয়, নজরকাড়া আলোকচিত্রে বইটিতে শ্রীলঙ্কার অ্যাডামস পিককে দারুণভাবে উপস্থাপন করেছেন লেখক। নিজের বই নিয়ে উদয় হাকিম বলেন, ‘ভ্রমণ মানুষের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করে। প্রাণের খোরাক জোগায়। শ্রীলঙ্কার অ্যাডামস পিক এখনো মানুষের কাছে এক রহস্যের নাম। এখানে ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি জায়গাটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। অনেকটা গল্পের মতো করে কাহিনি বর্ণনা করা হয়েছে। যে কারণে পাঠক এ বইয়ে গল্প, ভ্রমণ ও তথ্য—তিনটিই পাবেন। আশা করছি, পাঠকদের ভালো লাগবে।’
১৯৭৫ সালের ২৫ মার্চ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বর্ধনপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন উদয় হাকিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স পাস করে তিনি দেশের প্রথম সারির একাধিক পত্রিকায় প্রায় ১২ বছর সাংবাদিকতা করেছেন। বর্তমানে তিনি ওয়ালটনের ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি লেখালেখিও চালিয়ে যাচ্ছেন।