বইমেলায় ‘কিশোরদের জন্যে কালজয়ী কবিতা’
অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ প্রকাশিত হয়েছে মুহাম্মদ ফরিদ হাসান সম্পাদিত ‘কিশোরদের জন্যে কালজয়ী কবিতা’। বইটি প্রকাশ করেছে চৈতন্য প্রকাশনী। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। বইমেলায় পাওয়া যাবে ২৫০-২৫১ নম্বর স্টলে। বইটি প্রকাশের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতা করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
বাংলা কবিতার সঙ্গে কিশোরদের পরিচয় করিয়ে দিতেই ‘কিশোরদের জন্যে কালজয়ী কবিতা’ প্রকাশের উদ্যোগ। এতে বাংলা সাহিত্যের ৫৮ জন কবির ৯৮টি কিশোর উপযোগী বিখ্যাত কবিতা গ্রন্থভুক্ত করা হয়েছে।
মুহাম্মদ ফরিদ হাসানের জন্ম চাঁদপুরে ১৯৯২ সালে। তাঁর প্রথম গ্রন্থ ‘সাহিত্যের অনুষঙ্গ ও অন্যান্য প্রবন্ধ’। সম্পাদিত গ্রন্থ : ‘যাপনে উদযাপনে ইলিশ’ (২০১৮), ‘বিরুদ্ধ স্রোতের মোহাম্মদ নাসিরউদ্দীন’ (২০২০)।
‘কিশোরদের জন্যে কালজয়ী কবিতা’ সংগ্রহের মতো একটি গ্রন্থ। ১৮৪ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ৩০০ টাকা।