বইমেলায় জাকারিয়া পলাশের ‘বঙ্গবন্ধু ও শের-এ-কাশ্মীর’
অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ প্রকাশিত হলো জাকারিয়া পলাশের ‘বঙ্গবন্ধু ও শের-এ-কাশ্মীর’। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ঐতিহ্য। বইটির দাম রাখা হয়েছে ২১০ টাকা। গ্রন্থমেলার ১৪ নম্বরে প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে। সেইসঙ্গে সারা দেশে ঐতিহ্যের বুকশপ ‘নির্বাচিত’র সবকটি আউটলেটে পাওয়া যাবে।
গ্রন্থটিতে বিশ্লেষণ করা হয়েছে ভারত ও পাকিস্তানে উভয় নেতাই সক্রিয় ছিলেন স্বায়ত্তশাসনের দাবিতে। এর মধ্যে একজনের স্বায়ত্তশাসনের দাবি স্বাধীনতায় রূপ নিয়েছিল। তিনি হয়েছেন নতুন রাষ্ট্র বাংলাদেশের জাতির পিতা। অন্যজনের স্বায়ত্তশাসনকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হলো, পেয়েছিলেন ‘বিশেষ মর্যাদা’ আর্টিকেল ৩৭০, যা কালক্রমে খর্ব ও বিলুপ্ত হয়ে এখন সাম্প্রদায়িকতার আক্রমণে বিলীন। দুই নেতার রাজনৈতিক ইতিহাসে কেন এই বৈপরীত্য? নেতৃদ্বয়ের আর্থসামাজিক বাস্তবতা এবং তাঁদের রাজনৈতিক চিন্তা-উদ্যোগের তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে সেই প্রশ্নের জবাব অনুসন্ধান করা হয়েছে এ গ্রন্থে।
একটি সমান্তরাল পাটাতনের ওপর দুটো আলাদা সমাজের দুটি জীবনকাহিনির বর্ণনা করা হয়েছে। সেইসঙ্গে প্রায় শতাব্দকাল দীর্ঘ ইতিহাসের সংক্ষিপ্ত পুনরালোচনা করা হয়েছে। ফুটিয়ে তোলা হয়েছে দুই এলাকার রাজনীতির গতিধারা।
এর আগে ২০১৭ সালে ‘সূচীপত্র প্রকাশনী’ থেকে জাকারিয়া পলাশের ‘কাশ্মীর : ইতিহাস ও রাজনীতি’ এবং ২০১৯ সালে ‘ভূস্বর্গে এক টুকরো বাংলাদেশ’ নামে দুটি গ্রন্থ প্রকাশিত হয়েছে।