বইমেলায় ‘সরদার ফারুকের ১০০ কবিতা’
অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ প্রকাশিত হলো কবি সরদার ফারুকের স্বনির্বাচিত কবিতা সংকলন। প্রকাশনা সংস্থা অনুপ্রাণন থেকে মুদ্রিত বইটির নাম ‘সরদার ফারুকের ১০০ কবিতা’। প্রচ্ছদ করেছেন শিল্পী ও গল্পকার আইয়ুব আল আমিন।
এর আগে কবি সরদার ফারুকের ১৬টি কবিতার বই প্রকাশিত হয়েছে। মুক্তক অক্ষরবৃত্তে সাবলীল এ কবির গ্রন্থের নামগুলোও চমকপ্রদ। মিডিয়ার মনোযোগ থেকে দূরে থাকতে প্রয়াসী এ কবি সন্ধান করেন ‘সুদূরের বীজতলা’। ঔদাস্যমাখা শব্দ ও বাক্যে তোলেন ‘গির্জার ঘণ্টাধ্বনির’ অনুরণন। প্রাত্যহিক অনুষঙ্গই হয়ে ওঠে ‘শ্বাশত পরাগ’।
বইটি প্রসঙ্গে এনটিভি অনলাইনকে সরদার ফারুক বলেন, ‘পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা থেকে আমার চারটি বই বের হয়েছিল। এ দেশে বইগুলো সেভাবে আসেনি বলেই ওই বইগুলো থেকে স্বনির্বাচিত ১০০ কবিতা নিয়ে এই উদ্যোগ।’
এ পর্যন্ত সরদার ফারুকের প্রকাশিত কবিতার বই—‘আনন্দ কোথায় তুমি’, ‘পড়ে আছে সমুদ্র গর্জন’, ‘উন্মাদ ভূগোল’, ‘দীপালি অপেরা’, ‘ও সুদূর বীজতলা’, ‘মঠের গম্বুজ’, ‘দূরের জংশন’, ‘অন্যদের তর্কে ঢুকে পড়ি’, ‘খেলছে একা নীল বিভঙ্গ’, ‘নির্বাচিত কবিতা’, ‘গির্জার ঘণ্টার মতো উদাসীন’, ‘সিংহাসনের ছায়া’, ‘যূথিকা নার্সারি’, ‘ওঁ মধু, ওঁ শাশ্বত পরাগ’, ‘দিন কাটে পালকের শোকে’, ‘দ্বিতীয় সংসার’, ‘দাসীর বাজারে’। একটি গল্পগ্রন্থ ‘নোনা শহর’।
সরদার ফারুকের জন্ম ১৯৬২ সালের ৯ নভেম্বর। পৈত্রিক নিবাস বরিশালের কাশিপুর। পেশায় বিশেষজ্ঞ চিকিৎসক। ছাত্রজীবন থেকেই ছাত্র-শ্রমিক-কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নব্বইয়ের ছাত্র-গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক। ১৯৮০ সাল থেকেই দেশ-বিদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লিখছেন।
‘সরদার ফারুকের ১০০ কবিতা’ পাওয়া যাবে গ্রন্থমেলায় অনুপ্রাণন প্রকাশনার ২৩১-২৩২ নম্বর স্টলে (সোহরাওয়ার্দী উদ্যান)। বইটির দাম রাখা হয়েছে ১৮০ টাকা।