বইমেলায় সুলতান মাহমুদের ‘বাংলাদেশ : রাজনৈতিক ঘটনাকোষ’

Looks like you've blocked notifications!

অমর একুশে বইমেলা ২০২০-এ লেখক, গবেষক ও রাজশাহী  বিশ্ববিদ্যালয়ের  রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুলতান মাহমুদ রচিত ‘বাংলাদেশ : রাজনৈতিক ঘটনাকোষ (২০১০-২০১৯)’ বইটি মুদ্রণ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান মাওলা ব্রাদার্স। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।

২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত দিন-তারিখ অনুয়ায়ী দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার বিশ্লেষণ এই বইয়ে স্থান পেয়েছে। মূলত বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক ঘটনা এবং সেগুলোর প্রেক্ষিত রাজনৈতিক ভাষ্যকারদের বিশ্লেষণ পর্যবেক্ষণ সাপেক্ষে বইটি রচিত হয়েছে। কোন তারিখে কোন ঘটনা ঘটেছে, তার সুনির্দিষ্ট তথ্য এই বইয়ে স্থান পেয়েছে।

সাধারণ পাঠক, বিশ্লেষক, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের পাঠক বইটি থেকে উপকৃত ও প্রয়োজনীয় তথ্য লাভে সক্ষম হবেন বলে লেখকের প্রত্যাশা। বইটি পাওয়া যাচ্ছে মেলার ২৯ নম্বর প্যাভিলিয়নে।