মশিউর রহমান শান্তর দুটি নতুন বই ‘রেডিও জকি’ ও ‘ট্রেন টু কাশ্মীর’
তরুণ লেখক মশিউর রহমান শান্ত মূলত একজন রেডিও জকি। তাই আরজে শান্ত নামেই তিনি বেশি পরিচিত। গল্প বলতে ভালবাসেন। লেখালেখির যাত্রা শুরু সেই ছোটবেলা থেকেই। প্রকাশিত বইয়ের সংখ্যা এগারো। বরাবরের মতো এবারও বইমেলায় তাঁর দুটো বই এসেছে। উপন্যাস ‘রেডিও জকি’ এনেছে বর্ষা দুপুর আর ভ্রমণকাহিনী ‘ট্রেন টু কাশ্মীর’ প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স।
‘রেডিও জকি’ বইটি একজন মধ্যবিত্ত পরিবারের তরুণের গল্পকে কেন্দ্র করে। যেখানে দেখা যায়, একজন স্বপ্নবাজ তরুণ কিভাবে একের পর এক সংগ্রামের পর তাঁর স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যান। আবার একইসঙ্গে এটাও দেখানো হয়েছে যে অসাধারণ বলে কিছুই নেই। সাধারণ থাকতে পারাটাই অনেক বড় অসাধারণ ব্যাপার। প্রথম দিকে কষ্ট থাকলেও সেই মধ্যবিত্ত পরিবারের তরুণ একদিন পৌঁছে যান খ্যাতির চূড়ায়। আর এইসব টানাপড়েনের গল্প নিয়েই উপন্যাস ‘রেডিও জকি’। বইটি পাওয়া যাবে বইমেলায় বর্ষা দুপুরের ২৩৬,২৩৭ এবং ২৩৮ নম্বর স্টলে।
অপরদিকে ‘ট্রেন টু কাশ্মীর’ পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে প্রকাশ হওয়া লেখকের আরেক উপন্যাস। যেখানে কাশ্মীরের ভ্রমণ কাহিনীর পাশাপাশি ফারহিন শাহ নামক এক কাশ্মীরী কন্যাকে নিয়ে গল্প বলা হয়েছে। এক বাঙালি যুবকের সঙ্গে ফারহিনের প্রেমের গল্প নিয়েই মূলত ‘ট্রেন টু কাশ্মীর’। কিন্তু গল্পের একপর্যায়ে সেই প্রেম হুট করেই বদলে যায়। বদলাতে থাকে গল্পের প্রেক্ষাপট। এই বইতে কাশ্মীরের পাশাপাশি ভুটানের কিছু ব্যাপারও চলে এসেছে প্রসঙ্গক্রমে। সবমিলিয়ে যাঁরা ভ্রমণ ও গল্প দুইয়ের স্বাদ নিতে চান, তাঁরা অবশ্যই পড়তে পারেন ব্যতিক্রমধর্মী উপন্যাস ‘ট্রেন টু কাশ্মীর’। বইটি পাওয়া যাবে বইমেলায় পাঞ্জেরী পাবলিকেশন এর ১৯ নম্বর প্যাভিলিয়নে। এ ছাড়া ‘ট্রেন টু কাশ্মীর’ ও ‘রেডিও জকি’ বই দুটি দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসে পেতে কল করতে পারেন রকমারি ডটকম ১৬২৯৭ নাম্বারে।