মুহাম্মদ শামীম রেজার গুপ্তবাড়ি রহস্য কিশোর-কিশোরীদের পছন্দ

Looks like you've blocked notifications!

‘সুমন কাকা চলে যাচ্ছেন। আমাদের পাত্তা দিচ্ছেন বলে মনে হচ্ছে না। আমরা তার পেছন পেছন যাচ্ছি। সুমন কাকা ফিরে দেখছেন না। আমাদের আফসোস হতে থাকল। আহা! তখন কেন সুমন কাকাকে পাত্তা দিচ্ছিলাম না। এখন যদি অন্য কাউকে...!’ এভাবে মুহাম্মদ শামীম রেজার কিশোর থ্রিলার ‘গুপ্তবাড়ি রহস্য’ এগিয়েছে। অমর একুশে বইমেলার মাঝামাঝিতে বইটি রৌদ্রছায়া প্রকাশের ৫৬৭ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। এরই মধ্যে কিশোর-কিশোরীদের মধ্যে সাড়া ফেলেছে বইটি।

রৌদ্রছায়া প্রকাশের প্রকাশক কথাসাহিত্যিক আহমেদ রউফ বলেন, ‘কিশোর বয়স থ্রিলের। তাদের মন কৌতুহলে ঠাঁসা থাকে। গোয়েন্দা মন বাস্তবেও গোয়েন্দা হতে চায়। আর মুহাম্মদ শামীম রেজা সেই কিশোরদের মন পড়তে জানেন। এজন্য বেশ সাড়া ফেলে তার লেখা গুপ্তবাড়ি রহস্য।’

রউফ জানান, বইটি মেলার মাঝামাঝিতে আসে। তারপর থেকে কিশোর-কিশোরীদের মধ্যে দারুণ চাহিদা দেখা যায়। মেলার আর বাকি দুদিন। এরই মধ্যে প্রথম সংস্করণের বই প্রায় শেষের পথে।

বইটির লেখক মুহাম্মদ শামীম রেজা ৫ জানুয়ারি ১৯৮৪ সালে কিশোরগঞ্জের ইটনা উপজেলার ডুইয়ারপাড় গ্রামে জন্মগ্রহণ করেন। পাঠকপ্রিয়তা নিয়ে জানতে চাইলে মুহাম্মদ শামীম রেজা বলেন, ‘কিশোরদের জন্য লেখার চেষ্টা আমার বহুদিনের। আমি নিজেও এসময় কিশোর হয়ে উঠি। বইটিতে আমি নানাভাবে বাঁক গড়ার চেষ্টা করেছি। শিশুদের উপযোগী বাক্য ধরে রাখতে সচেতন থেকেছি। এজন্যই হয়তো কিশোর-কিশোরীরা বইটি পছন্দ করছেন। বইটি সাদরে গ্রহণ করায় আমার ছোট্টবন্ধুদের ভালোবাসা জানাচ্ছি।’

বইটির প্রচ্ছদ করেছেন মামুন হোসেন।