লিটল ম্যাগাজিন প্রদর্শনীর সময় বাড়ল
লিটল ম্যাগাজিন প্রদর্শনীর সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। স্বাস্থ্যবিধি মেনে প্রদর্শনী উপভোগ করা যাবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে শিল্পকলা একাডেমি।
জাতীয় চিত্রশালা মিলনায়তনে গত ১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে লিটল ম্যাগাজিন সম্মাননা প্রদান ও সপ্তাহব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৬নং গ্যালারিতে আট শতাধিক লিটলম্যাগ নিয়ে আয়োজিত প্রদর্শনীটির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দেশে ষাটের দশক থেকে একুশের চেতনাকে ধারণ করে লিটল ম্যাগাজিন চর্চা প্রসার লাভ করে। বিশিষ্ট কবি, লেখক, বুদ্ধিজীবীরা কোনো না কোনোভাবে এক সময় ছোটকাগজের সঙ্গে যুক্ত ছিলেন। পাড়া-মহল্লা থেকেও বিভিন্ন দিবসে ও আয়োজনে এক সময় ম্যাগাজিন প্রকাশিত হতো। আশির দশকে বাংলাদেশে লিটল ম্যাগাজিন চর্চা জনপ্রিয় হয়ে ওঠে।
সময়বৃদ্ধিবিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্প-সাহিত্য চর্চার বিকাশে লিটল ম্যাগাজিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বুদ্ধিবৃত্তিক ও সৃজনশীল চর্চার সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সংগঠন বা গোষ্ঠীর মুখপত্র হিসেবেও লিটল ম্যাগাজিন প্রকাশ পেয়ে থাকে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশে বিভিন্ন সময়ে প্রকাশিত ছোটকাগজ নিয়ে প্রদর্শনী আয়োজনসহ গুরুত্বপূর্ণ ছোটকাগজকে সম্মাননা জানানোর জন্য ‘লিটল ম্যাগাজিন প্রদর্শনী ও সম্মাননা- ২০২২’ আয়োজন করেছে। প্রথম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ‘চিহ্ন’ সম্পাদক শহীদ ইকবাল; ‘ধমনি’ সম্পাদক আবদুল মান্নান স্বপন; ‘লিরিক’ সম্পাদক এজাজ ইউসুফী; ‘মননরেখা’ সম্পাদক মিজানুর রহমান নাসিম ও ‘শালুক’ সম্পাদক ওবায়েদ আকাশ সম্মাননা পেয়েছেন।
জেলা ও উপজেলা পর্যায়ে তিনটি লিটল ম্যাগাজিনকে সম্মাননার জন্য নির্বাচন করা হয়। সেগুলো হলো— রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি থেকে প্রকাশিত আসাদ সরকার সম্পাদিত ‘মহাকালগড়’; সিলেট জেলা শিল্পকলা একাডেমি থেকে প্রকাশিত অসিত বরণ দাশ গুপ্ত সম্পাদিত ‘সুরমাকপোত’ ও মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমি থেকে প্রকাশিত ‘আরণ্যক’।
সম্মাননার জন্য লিটল ম্যাগাজিন নির্বাচনের দায়িত্ব পালন করেছেন লেখক ও গবেষক মফিদুল হক, অনুবাদক ও সাহিত্যিক অধ্যাপক আবদুস সেলিম এবং কবি ও অধ্যাপক খালেদ হোসাইন।
সম্মাননা হিসেবে কেন্দ্রীয় পাঁচটি লিটলম্যাগ সম্পাদককে ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচিত তিনটি লিটল ম্যাগাজিন সম্পাদককে ২৫ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।