ফিরে এসো

এ বছরের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ হয়েছে সাংবাদিক ও লেখক শান্তনু চৌধুরীর উপন্যাস ‘ফিরে এসো’। কী আছে এই উপন্যাসে? চলুন পড়ে নেওয়া যাক উপন্যাসটির কিছু অংশ।
উপন্যাসের শুরুতেই নায়ক অয়ন প্রেমিকাকে বলছেন-
‘তোমার গায়ের গন্ধটা কাঁঠালের মুচির মতো!’
ভালোবাসার মানুষটির ব্যবহার করা এই উপমাকে যৌনতা বলবে না প্রেম বলবে তা বুঝে উঠতে পারে না ইরা। তবে যেভাবে অয়ন যা-ই বলুক না কেন, ইরার হয়তো কিছুই আসে যায় না। সে অয়নকে ভালোবাসে নিজেকে উজাড় করে। আর অয়ন? সেও কি ভালোবাসে ইরাকে? নইলে অমন অপার হয়ে কেন বসে থাকে ওর অপেক্ষায়, কেন ইরার সান্নিধ্যকে মনে হয় জীবনের শ্রেষ্ঠ সময়। আর কাছে পেয়ে মেতে ওঠে আদিম ভালোবাসায়?
হয়তো ভাবছেন এটি একটি প্রেমের উপন্যাস। তবে লেখক জানালেন, শুধু প্রেম নয় এই উপন্যাসে আছে জীবনের নানা রহস্যের খোঁজ আর কাম।
‘ফিরে এসো’র ভূমিকায় প্রখ্যাত রম্যলেখক ও কাটুর্নিস্ট আহসান হাবীব বলেছেন, ‘সাংবাদিক হিসেবে শান্তনু গণমানুষের কাছাকাছি থাকেন বলেই তাদের জীবন থেকে সরাসরি নিয়ে অনেক কিছু লিখে ফেলতে পারেন।’ বইটির লেখক পরিচিতিতে লেখক ও সাংবাদিক তুষার আবদুল্লাহ বলছেন, ‘ভালোবাসার নাগরিক মানুষ শান্তনু। এবারের উপন্যাস ‘ফিরে এসো’ প্রেমের বালুকাবেলার একটি জলছাপ মাত্র।’
বইটির প্রকাশক : উৎস প্রকাশন; দাম : ১৫০ টাকা। প্রচ্ছদ : নিয়াজ চৌধুরী তুলি।