নতুন বই

নাসিম সাহনিকের ‘ডোপামিন প্রব্লেম’

Looks like you've blocked notifications!

এবারের বইমেলায় এসেছে নাসিম সাহনিকের নতুন উপন্যাস ‘ডোপামিন প্রব্লেম’। উপন্যাসটির কাহিনী সংক্ষেপ এমন : ডোপামিনের মাধ্যমে ইউফোরিয়া তৈরি করে হিপনোটিজম চালাচ্ছিল একদল দুর্বৃত্ত। তাদের ধরতে মরিয়া নিরাপত্তা পরিষদ। তখন নিরাপত্তা পরিষদকে সাহায্য করে এই গবেষকরা। নিরাপত্তা পরিষদ গবেষকদের যে দল নেয়, সেখানে মেঘা, আঁচল, নিঝুম, মার্গারেট, স্টেফানি, শুদ্ধ রয়েছে। অভির সুপারিশে আর মেঘার পরামর্শে এই টিম তৈরি হয়। ফলে যে যেখানে ব্যস্ত ছিল, সেখান থেকে দ্রুত ফ্রি হয়ে মস্কোতে চলে গেল। অভিযানের জন্য বিভিন্ন জায়গায় গেলেও মস্কোর টিমের সঙ্গে যোগাযোগ রেখে চলল অভি। কারণ, যেহেতু পুরো প্রব্লেমটা হিপনোটিজম আর ডোপামিন বেজড, তাই অভিযানের পাশাপাশি যথাযথ তথ্যও সংগ্রহ করা গুরুত্বপূর্ণ।

নাসিম সাহনিক মূলত বিজ্ঞান ও সাহিত্যের মেলবন্ধনের পথিক। বিজ্ঞানের মাধ্যমে প্রকৃতি, প্রাণ, মহাবিশ্ব প্রভৃতি অধ্যয়ন করে থাকেন। সাহিত্যের মাধ্যমে মানুষ, জীবন, সংস্কৃতি প্রভৃতি বোঝার চেষ্টা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে পড়াশোনা করেছেন। তিনি বেশ কিছু পত্রিকা সম্পাদনা করেছেন। এগুলোর মধ্যে রয়েছে অনলাইন পত্রিকা সায়েন্সটেক, বিজ্ঞান ও বিজ্ঞান কল্পকাহিনী বিষয়ক পত্রিকা ক্রোমোজোম প্রভৃতি। তাঁর লেখা প্রথম গ্রন্থ ‘মানুষের জিন মানুষের মন’ পাঠক কর্তৃক সমাদৃত হয়েছে। তাঁর লেখা প্রথম নাটক ‘একটা কবিতা শুনবে?’ দর্শকনন্দিত হয়েছে। তাঁর রচনা ও পরিচালনায় নির্মিত ফিকশনাল ভিডিও ‘বন্ড স্ট্রেন্থ’ সম্মানজনক পুরস্কার লাভ করেছে। এই তরুণ বয়সেই তিনি বেশ কিছু ভালো গ্রন্থ, গান এবং টেলিভিশন নাটক রচনা করেছেন। এ ছাড়া গান লেখা এবং চলচ্চিত্র নির্মাণেও মনোনিবেশ করেছেন তিনি। বর্তমানে তিনি কলম আর ক্যামেরা দিয়ে সৃজনশীলতার জগতে বিচরণ করছেন।