নতুন বই

বইমেলায় আরিফ মজুমদারের দুটি উপন্যাস

Looks like you've blocked notifications!

অমর একুশে বইমেলায় আরিফ মজুমদারের দুটি উপন্যাস প্রকাশ পেয়েছে। উপন্যাস দুটির নাম ‘অনাকাঙ্ক্ষিনী’ ও ‘ভালোবাসি আজো তোমাকেই’।

‘অনাকাঙ্ক্ষিনী’ উপন্যাসে প্রতিকূল পবিবেশে বেড়ে ওঠা এক অদম্য তরুণীর জীবনকথা বর্ণিত হয়েছে। একই সঙ্গে উঠে এসেছে একাত্তরে নির্যাতিতা এক যুবতীর জীবনকাহিনী। বর্তমান থেকে পেছনে ফিরে ৭১ পর্যন্ত এই উপন্যাসের ব্যাপ্তিকাল। প্রেম-ভালোবাসার আকুলতায় উপন্যাসের চরিত্রগুলো হয়ে উঠেছে রোমান্টিক। একদিকে, উচ্চবিত্ত পরিবারে বেড়ে ওঠা উপন্যাসের নায়িকার জীবনকে সুখী করতে পারেনি। অন্যদিকে, ভালোবাসার দুর্বলতা নায়িকার নৈতিকতাকে অবনত করেনি। এই উপন্যাস এক তরুণীর অপ্রত্যাশিত জীবনের ইতিহাস, এক শিশুকন্যার অবহেলা আর অনাদরে যুবতী হয়ে ওঠার উপন্যাস। বইমেলায় ‘সাহিত্য বিকাশ’-এর ৩২৬ ও ৩২৭ নম্বর স্টলে (সোহরাওয়ার্দী উদ্যান) উপন্যাসটি পাওয়া যাবে। উপন্যাসটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।

‘ভালোবাসি আজো তোমাকেই’ উপন্যাসে ঠিক এই সময়কার একজন কর্মজীবী তরুণীর প্রেমের অনুভূতিগুলো তুলে ধরা হয়েছে। তরুণীর কর্মব্যস্ত জীবনে আসে দুজন প্রেমিক পুরুষ। এক পুরুষ তরুণীর মন হরণ করে দূরে চলে যায়। আর অন্য পুরুষের সঙ্গে তরুণীর ব্যস্ত দিনগুলো কাটতে থাকে। একটা সময় পর তরুণীর প্রত্যাশিত প্রেমিক পুরুষ তার কাছে ফিরে আসে। তরুণীও তাকে কাছে টেনে নেয়। এভাবেই দুই হৃদয়ের ভালোবাসা পূর্ণতা পায়। বইমেলায় ‘দোয়েল প্রকাশনী’র ৩২৮ নম্বর স্টলে (সোহরাওয়ার্দী উদ্যান) উপন্যাসটি পাওয়া যাবে। উপন্যাসটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।