নতুন বই

সুমন্ত গুপ্তের ‘স্বল্পদৈর্ঘ্য ভ্রমণ’

Looks like you've blocked notifications!

মনের ইচ্ছামতো দেশ-বিদেশে ঘুরে বেড়াতে কার না ভালো লাগে? তবে সেই সময় ও সুযোগ সবাই পায় না অথবা হয় না। তবে আগ্রহ ও কৌতূহলটা অনেকের মনেই রয়ে যায়। আর সেই চাহিদা পূরণে ভ্রমণ-কাহিনী বা ভ্রমণ-সাহিত্যের আশ্রয় নেন কেউ কেউ। বিশেষ করে ঘুরে বেড়ানোর মানসিকতার সঙ্গে যদি থাকে পাঠাভ্যাস। সেইসব পাঠকের জন্য এবারের একুশের বইমেলায় বেরিয়েছে নবীন লেখক, সংগঠক, আবৃত্তিকার সুমন্ত গুপ্তের ‘স্বল্পদৈর্ঘ্য ভ্রমণ’। 

এ বইটিতে স্থান পেয়েছে লেখকের নির্বাচিত ভ্রমণ-কাহিনী। এসব ভ্রমণ-কাহিনীর পাতায় চোখ বুলিয়ে পাঠক সহজেই উপলব্ধি করতে পারবেন  অচেনা স্থান ও তার ইতিহাস কিংবা সেই অঞ্চলের জনগোষ্ঠীর জীবনধারা । সুমন্ত সিলেটের সাংস্কৃতিক পরিমণ্ডলে যুক্ত ছোটবেলা থেকেই। জাতীয় দৈনিক পত্রিকায় লিখছেন নিয়মিতভাবে, যুক্ত আছেন বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রে নিয়মিত অনুষ্ঠান ঘোষণা হিসেবে। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সদস্য সংগঠন শ্রুতি, সিলেটের আরেক প্রতিষ্ঠাতা সুমন্ত গুপ্ত। ছোটবেলার থেকেই মায়ের অনুপ্রেরণায় বেড়ে ওঠা। সুমন্তের ভ্রমণে সব সময়ের সঙ্গী মা। প্রায় সব জায়গাতেই ভ্রমণসঙ্গী থাকেন মা। শিলংয়ের পাহাড় অথবা সমভূমি সব জায়গাতেই মা আছেন সঙ্গী হিসেবে।  

মেলবন্ধন প্রকাশনী থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন অরূপ বাউল। লিটলম্যাগ চত্বরের ৬২ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি।