অদিতি ভৌমিকের গুচ্ছ কবিতা

Looks like you've blocked notifications!

১.
অথচ
নিঃশুল্ক প্রেম জমা হচ্ছিল
পাহাড়িয়া বুকে।
যেন অযুত কোটি দিন পেরিয়ে
এমন বসন্তে
খরচ হবে বলে।

২.
হেমন্তের ফ্রেমবন্দি গোধূলিবেলায়
প্রেমিকা স্বপ্ন দেখে :
কোনো অলৌকিক বিচ্ছেদের জঠরে
হয়তো-বা,
জন্ম নেবে
অনাহূত প্রেম!

৩.
রাজবাড়িতে ঘুমিয়েছে সুখ।
তবুও, এ গল্পকথা নয়।
সোহাগজলে ভাসিয়ে রাজকুমারী,
বিষাদপুরীর রুদ্ধ প্রহরী।