জন্মদিনে আল মাহমুদের কবিতা

আমায় নিয়ে

Looks like you've blocked notifications!

চলতে চলতে বলতে থাকি তোমার কথা

পথের মাঝে আছে বৃক্ষ লতা-পাতা,

দুলছে যেন এ প্রকৃতি! কালো কালো কেশের মতো,

দেখতে লাগে কখনো কোন দেশের মতো।

হেঁটেছি তো বহুদূরের পথের শেষে

কোথায় গেলাম, কোথায় আছি; অবশেষে।

দেখছি ছায়া মায়া ভরা চোখের কাজল

কাঁদছে যেন এ প্রকৃতি! একি তোমার দেহের প্রবল!

বা দিকটা ধরতে গেলাম, সকন্দে কি গো?

হঠাৎ তুমি জড়িয়ে ধরে বললে, ও’গো স্বপ্নস্রষ্টা কবি;

আমায় কোথায় আনলে টেনে কোথায় বলো

এ কোথাকার! দৃশ্য দেখি সামনে শুধু বৃক্ষ সারি

বন পাহাড়ি নৃত্য করে হাত ধরে কি?

কোথায় যাব কার কাছে আজ; একলা আমি

চতুর্দিকে হাসছে যেন আমার ছায়া আমারই সব অনুগামী ।

স্পর্শ করি গাত্র তোমার; তোমার শাড়ি

উড়ছে আঁচল ধরতে গেলাম তোমার গন্ধ

হাওয়ার উপর ভাসছে বুঝি মৃদ-মন্দ ।

এবার আমি বলতে পারি আমি জয়ী

মাল্যখানি দাও পরিয়ে আমার গলে,

আমি রাজা দিগ্বিজয়ী তোমার স্বামী

আমি রাজা; আমিই আমি।

 

২৭ জুন ২০১৫