শিশু পত্রিকা লাল সবুজের ‘ঈদের হাসি’

Looks like you've blocked notifications!

বরিশালের দেড়শতাধিক পথশিশু নিয়ে ‘ঈদের হাসি’ নামের অনুষ্ঠানের আয়োজন করেছে শিশু পত্রিকা ‘লাল সবুজ’। গত ১৫ জুলাই বরিশাল ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে শিশুদের নিয়ে আনন্দ আয়োজন, ঈদের নতুন জামা, উপহার বিতরণ ও ইফতারের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান, বরিশাল ক্লাবের সভাপতি মো. শহীদুল ইসলাম, সমাজসেবক ডা. মো. আনোয়ার হোসেন, বিশিষ্ট আইনজীবী লস্কর নুরুল হক, ইউনিসেফের বিভাগীয় প্রধান এ এইচ তৌফিক আহমেদ প্রমুখ। সভাপতিত্ব করেন ‘লাল সবুজ’ পত্রিকার সম্পাদক তাহ্সীন উদ্দীন।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, শিশুদের জন্য শিশুদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে পথশিশু মুক্ত করা সম্ভব।

আলোচনা সভা শেষে পথশিশুদের সাথে ইফতার করেন অতিথিরা। এ সময় দেশের সব শিশুর মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

দুটি স্বচ্ছ কাচের বক্সে সাধারণ মানুষের কাছ থেকে ৫৩ হাজার টাকা উঠিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে শিশু সাংবাদিকরা। সিলগালাকৃত বক্সের চাবি ছিল জেলা প্রশাসকের কাছে।