জন্মদিন
পাঠক তৈরি করেছেন কাজী আনোয়ার হোসেন
মাসুদ রানাকে টাইমলেস ক্লাসিক বললেও যেন সবটা বলা হয়ে ওঠে না। হবে কীভাবে! এ দেশের অগণিত বই পড়ুয়ারা বড় হয়ে উঠেছেন এই হিরোর সঙ্গে। বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের এই দুর্ধর্ষ দুঃসাহসী চিরতরুণ যুবকের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন যে মানুষটি, তাঁর আজ জন্মদিন। শ্রদ্ধেয় কাজী আনোয়ার হোসেন, ছোট-বড় সবার প্রিয় ‘কাজীদা’ আজ পদার্পণ করলেন ৮০ বছর বয়সে।
এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই যে, এ দেশের পাঠকশ্রেণীর একটি বড় অংশ আসলে সেবা প্রকাশনী কিংবা মাসুদ রানার মাধ্যমেই বই পড়ার অভ্যাসটি নিজেদের করে নিয়েছেন। মাসুদ রানার শুরু কিন্তু বাংলাদেশ হওয়ারও বেশ আগে, স্বাধীনতার পর পাকিস্তান কাউন্টার ইন্টেলিজেন্স থেকে বিসিআই তথা বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের এজেন্ট হয়ে ওঠে সে। গোপন মিশনে ঘুরে বেড়ায় দেশে-বিদেশে, সমুদ্র পেরিয়ে মরুভূমি কিংবা দুর্গম কোনো অরণ্যে।
মাসুদ রানার হাত ধরে পাঠকও ঘুরে বেড়িয়েছেন সারা বিশ্ব, এখনো চলছে সেই যাত্রা। চলবে নাই বা কেন? পাঠকের বয়স হতে পারে, স্রষ্টারও বয়স হতে পারে- কিন্তু তাঁর সৃষ্টি তো এক দুর্জ্ঞেয় জীবনীশক্তি নিয়ে আজও চনমনে এক তরুণ। রিপ্রিন্ট আর রিপ্রিন্ট, এডিশনের পর এডিশন কিংবা একটু বড় হয়ে উত্তরাধিকার সূত্রে একসময়ের ‘বড়দের’ বলে ধরাছোঁয়ার বাইরে থাকা বইগুলো হাতে পাওয়া কিশোর-কিশোরীদের অপার আগ্রহ-কৌতূহল-থ্রিলের তোড়ে মাসুদ রানার বুড়িয়ে যাওয়ার জো আছে নাকি!
কাজীদা’রও বুড়িয়ে যাওয়া নেই তাই। মাসুদ রানা আজও নবীণ, কাজী আনোয়ার হোসেনও তাই! সেরা কাজ থেকে যায় সব সময়, অতিক্রম করে যায় সময়কে, আর সেই সেরা কাজ যখন হয় মাসুদ রানা-তখন তো কোনো কথাই থাকতে পারে না। আসলেই, বাংলা সাহিত্যে এমন পৌরুষদীপ্ত যুবা কি দ্বিতীয় কেউ আছে? এমন কেউ কি আর আসবে? সেই সম্ভাবনা ক্ষীণ।
আর কুয়াশা সিরিজের কথা না হয় নাই বললাম। অন্যদিকে বিদ্যুৎ মিত্র, শামসুদ্দীন নওয়াব এসব ছদ্মনামের আড়ালে যে সৃষ্টি করেছেন কাজী আনোয়ার হোসেন, সেগুলোরও রয়েছে আলাদা সাহিত্যগুণ। ‘সঠিক নিয়মে লেখাপড়া’, ‘খালি হাতে আত্মরক্ষা’, ‘যৌন বিষয়ে সাধারণ জ্ঞান’, ‘আত্মসম্মোহন’ ইত্যাদি বই মাসুদ রানার পাঠকরা যেমন পড়েছেন তেমনি সেবা প্রকাশনীর সব পাঠকেরই নজর কেড়েছে। আর কে না জানে, কাজী আনোয়ার হোসেন স্বতন্ত্র ভাষা তৈরি করেছিলেন বাংলা ভাষায় একটি থ্রিলার লেখার জন্য। কাজী মোতাহার হোসেনের সুযোগ্য পুত্র কাজী আনোয়ার হোসেনের আজ জন্মদিন।
শুভ জন্মদিন শ্রদ্ধেয় কাজী আনোয়ার হোসেন। রানার সঙ্গে সঙ্গে প্রজন্মের পর প্রজন্ম ধরে এ দেশের অজস্র অতীত-বর্তমান-ভবিষ্যৎ পাঠকের মাঝে বেঁচে থাকুন আপনি, এই শুভকামনা থাকল।