আজ বইমেলার প্রথম ছুটির দিন

Looks like you've blocked notifications!

শুরু হয়েছে অমর একুশে গ্রন্থমেলা। শুরুর পরের দিনই মেলা পেল সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। আজ মেলা শুরু হবে বেলা ১১টা থেকে। আর শিশু-কিশোরদের জন্য মেলায় থাকবে বিশেষ আয়োজন। গতকাল বৃহস্পতিবার বাংলা একাডেমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বইমেলার উদ্বোধন করেন।

বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং একাডেমির উল্টো দিকে সোহরাওয়ার্দী উদ্যানে চলবে মাসব্যাপী এই মেলা। মেলার পরিধি গতবারের চেয়ে বেড়েছে, বেড়েছে স্টল, বেড়েছে সময়ও। প্রকাশক, লেখক ও পাঠকের পদচারণায় মুখর থাকবে পুরো মাস। মেলা বিকেল ৩টা থেকে রাত ৯টা অবধি চলবে, তবে শুক্র ও শনিবার মেলা শুরু হবে বেলা ১১টায়, চলবে রাত ৯টা অবধি। মাঝে নামাজ ও দুপুরের খাবারের জন্য থাকবে এক ঘণ্টার বিরতি।

প্রথম দিন মেলায় দর্শনার্থীদের ভিড় খুব একটা ছিল না। অনেক স্টলের সজ্জাকরণ, এমনকি বাংলা একাডেমির তথ্যকেন্দ্র পর্যন্ত তৈরির কাজ চলছে; কাজ চলছে লিটলম্যাগ চত্বরের স্টলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে। বেশির ভাগ স্টলে নতুন বই আসেনি এখনো। শুরুর দিন উপস্থিতি কম হলেও ক্রমে তা বাড়বে বলে মনে করেন প্রকাশকরা।