মেলা থেকে

কাগজে ছাপা বই পড়া উচিত : নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু

Looks like you've blocked notifications!

নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু—দেশের অন্যতম গুণী চলচ্চিত্র পরিচালক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক। তিনি ঢাকা থিয়েটার এবং বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা। অমর একুশে গ্রন্থমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে কথা হলো তাঁর সঙ্গে। এনটিভি অনলাইনে দেওয়া সাক্ষাৎকারে নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু বলেন, ‘এবারের বইমেলা যেকোনো বারের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় মনে হয়েছে। অনেক বইয়ের দোকান বেড়েছে, প্রকাশক বেড়েছে, নতুন লেখকও বেড়েছে।’

বইমেলায় প্রতিবছর অসংখ্য বই প্রকাশিত হয়। ছাপার বইয়ের রয়েছে আলাদা গুরুত্ব—এমনটাই মনে করেন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নেটে যেভাবে বই পড়া যায়, সেটা এখনো আমার কাছে ঠিক স্বস্তিদায়ক মনে হচ্ছে না। যদিও সেটাকে অস্বীকার করছি না। তবে আমার মনে হয়, কাগজে ছাপা বই পড়া উচিত। বই পড়তে হবে মোড়কটা খুলে, পাতাটা উল্টিয়ে।’ 

মেলার লোকসমাগম নিয়ে নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু বলেন, ‘প্রথম দিন থেকেই লোকজন মেলায় আসা শুরু করেছে। মেলার দ্বিতীয় দিন ছিল শুক্রবার। সেদিনও প্রচুর মানুষ মেলায় এসেছে। অন্যান্য বারে কিন্তু এমনটি দেখিনি। আমার ধারণা, এবার সবচেয়ে বেশি মানুষের সমাগম দেখছি মেলায়।’

তিনি আরো বলেন, ‘বইমেলায় আসাটাই একটা আনন্দের বিষয়। সবাই ক্রেতা, এমনটা দাবি করব না। তবে এখানে মানুষের যে সমাগম, তা এক ধরনের শক্তিও সঞ্চারিত করে। নিশ্চিতভাবেই এবারের বইমেলা তুলনামূলক ভালো মনে হচ্ছে।’

মেলায় বই বিক্রি নিয়ে নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু বলেন, ‘পৃথিবীর সবখানেই যে বই একটু চালু, সাম্প্রতিক অনুষঙ্গ নিয়ে লেখা হয়, বিশেষ করে গদ্য বা উপন্যাস, সেগুলো একটু বেশি চলে। এখনো হয়তো সবচেয়ে বেশি চলছে হুমায়ূন আহমেদের উপন্যাস। সে হিসেবে সেলিম আল দীনের বই হয়তো সেভাবে চলছে না। তবে অন্যান্য বইও কিন্তু মেলায় বিক্রি হচ্ছে, আমি দেখেছি। তাই এক ধরনের বই বিক্রি হচ্ছে, তা বলা যাবে না।’ 

বইমেলার সার্বিক চিত্র নিয়ে সন্তোষ প্রকাশ করেন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। দিন বাড়লে মেলা আরো জমজমাট হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।