মেলা থেকে

মেলায় এসে অন্তত একটি করে বই কিনুন : ইমদাদুল হক মিলন

Looks like you've blocked notifications!

সোহরাওয়ার্দী উদ্যানে অনন্যার স্টলে বসে ভক্তদের অটোগ্রাফ দিচ্ছেন নন্দিত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। এক ফাঁকে এনটিভি অনলাইনে দেওয়া সাক্ষাৎকারে বইমেলা নিয়ে কথা হলো তাঁর সঙ্গে। 

মেলায় আয়োজন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। ইমদাদুল হক মিলন বলেন, ‘আমি যত দিন ধরে মেলা দেখছি, তাতে বলা যায় এবারের আয়োজন অত্যন্ত চমৎকার হয়েছে।’

মেলার পরিসর বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, ‘এত বড় জায়গা নিয়ে বাংলা একাডেমিতে আর কখনো বইমেলা আয়োজিত হয়নি। এ বছর অনেক জায়গা নেওয়া হয়েছে। প্যাভিলিয়নগুলোও অনেক সুন্দর হয়েছে।’

মেলায় এ বছর শুরু থেকেই লোকসমাগম বেশি। তবে সবাই বই কিনছেন না, কেউ কেউ শুধু ঘুরতেও আসছেন। এ প্রসঙ্গে ইমদাদুল হক মিলন বলেন, ‘মেলায় যাঁরা আসবেন, তাঁরা যেন শুধু বেড়াতে না আসেন। বাচ্চাদের নিয়ে এলে তাদের হাতে অবশ্যই একটা বই তুলে দেবেন। আর নিজেরাও একটা বই কিনবেন। মেলায় আগতরা সবাই অন্তত একটি করে বই কিনুন।’

বাংলা ভাষার সাহিত্য বৈশ্বিক পর্যায়ে খুব একটা পরিচিতি নয়, এ জন্য আক্ষেপ করে ইমদাদুল হক মিলন বলেন, ‘বাংলা সাহিত্যকে যে আমরা বৈশ্বিক পর্যায়ে খুব একটা পরিচয় করিয়ে দিতে পারছি, তা বলা যাবে না। আমাদের অনুবাদের জায়গাটা অনেক দুর্বল। এই জায়গায় আরো জোর দেওয়া দরকার। বাংলা একাডেমি সেখানে বিশেষ ভূমিকা রাখতে পারে।’

এ বছর অমর একুশে গ্রন্থমেলায় ইমদাদুল হক মিলনের বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। অনন্যাসহ বিভিন্ন স্টলে পাওয়া যাবে বইগুলো।