মেলা থেকে

বইকে ঘিরে মানুষের সমাগম বেশ ভালো লাগে : মামুনুর রশিদ

Looks like you've blocked notifications!

অমর একুশে গ্রন্থমেলায় এসেছিলেন খ্যাতিমান নাট্য ব্যক্তিত্ব ও অভিনেতা মামুনুর রশিদ। এনটিভি অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে মেলা নিয়ে কথা হলো নাট্য ব্যক্তিত্ব ও অভিনেতা মামুনুর রশিদের সাথে। 

মামুনুর রশিদ জানান, বইমেলার শুরুর দিক থেকেই তিনি নিয়মিত মেলায় আসেন। এখন মেলার অনেক প্রসার ঘটেছে, অনেক উন্নতি হয়েছে। মানুষজনের ভিড়ও বেড়েছে আগের চেয়ে। বইকে ঘিরে এমন উন্মাদনা অন্য সময় দেখা যায় না। মেলায় আসতে তাই তিনি খুব স্বাচ্ছন্দবোধ করেন। মামুনুর রশিদ বলেন, ‘বইকে ঘিরে এমন মিলনমেলা আমার খুবই ভালো লাগে। এটা একটা সম্মিলনের জায়গা হয়ে গেছে।’

প্রিয় মানুষদের নিয়ে মেলায় আসা প্রসঙ্গে জানতে চাইলে মামুনুর রশিদ বলেন, ‘প্রিয় মানুষদের নিয়ে সব সময়ই মেলায় আসা হয়, এখনো আসি। বইকে ঘিরে মানুষের সমাগম বেশ ভালো লাগে।’ 

বইমেলায় প্রতিবছর অসংখ্য বই প্রকাশিত হয়। নতুন লেখকদের আবির্ভাব ঘটে। মেলাকে কেন্দ্র করেই অনেকে লেখা প্রকাশ করেন। এই প্রসঙ্গে মামুনুর রশিদ বলেন, ‘বইমেলাকে ঘিরে লেখকরা বই প্রকাশ করেন। এতে এক ধরনের উৎসবমুখরতা দেখা যায়। অনেক নতুন বই আমরা দেখতে পারি।’

মাসব্যাপী বইমেলার অর্ধেকের বেশি দিন অতিবাহিত হয়েছে। ফাল্গুনের ছোঁয়াও লেগেছে মেলায়। জনসমাগমও তুলনামূলক বেড়েছে। এ প্রসঙ্গে মামুনুর রশিদ বলেন, ‘বইমেলা এমন সময় হয় যখন ফাল্গুন মাস পড়ে, সেই হাওয়াও ইতিমধ্যে লেগেছে। ভালোই লাগছে।’

মেলায় এখন আর আগের মতো আসতে না পারলেও বিশেষ দিবসে মেলায় আসেন মামুনুর রশিদ। বইমেলার যে আমেজ তা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, এমটাই প্রত্যাশা করেন তিনি।