মেলায় নতুন উপন্যাস ‘তিস্তা’
তরুণ কথাসাহিত্যিক হারুন পাশার নতুন উপন্যাস ‘তিস্তা’ প্রকাশ হয়েছে এবারের একুশে বইমেলায়। দীর্ঘ পরিকল্পনা, দীর্ঘ অভিজ্ঞতা, দীর্ঘ পর্যবেক্ষণের ফসল হিসেবেই এই উপন্যাসের সৃষ্টি বলে মন্তব্য করেন হারুন। তিনি বলেন, ‘তিস্তাকে আশ্রয় করে বেঁচে থাকা মানুষ ঠিকমতো আবাদ করতে পারছে না, মাছ ধরতে পারছে না। তাদের ক্ষয়, হতাশা, না খেয়ে থাকা, পেশা বদলের মিছিল আমার ভেতর থেকে তাগাদা দেয় লিখতে, তাই তাদের পরিবর্তিত জীবনের আখ্যান লিখেছি।’ ‘তিস্তা’ উপন্যাসে তিস্তাপাড়ের, অর্থাৎ রংপুর ও ময়মনসিংহ অঞ্চলের মানুষের মুখের ভাষা ব্যবহৃত হয়েছে বলে জানান লেখক।
‘তিস্তা’ উপন্যাস পাঠে জানা যাবে তিস্তাবাসীর বর্তমান জীবন। তিস্তা নদী, ব্যারাজের ইতিহাস, তিস্তাচুক্তির অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আর্থসামাজিক ও রাজনৈতিক টানাপড়েনে বিপর্যস্ত মানুষের গল্প।
তিস্তা
লেখক : হারুন পাশা
প্রকাশক : অনিন্দ্য প্রকাশ, (বইমেলায় প্যাভিলিয়ন নম্বর ১৩)
প্রচ্ছদ : ধ্রুব এষ
মূল্য : ২৫০