আহসান ওয়াহিদের গল্পগ্রন্থ ‘ কাছের মানুষ দূরের মানুষ’
বই মেলায় এসেছে লেখক আহসান ওয়াহিদের গল্পগ্রন্থ ‘কাছের মানুষ দূরের মানুষ’। বইটিতে গল্প রয়েছে মোট ছয়টি। গল্পগুলোর মধ্যে তিনি বিভিন্ন পেশা ও জীবিকার মানুষের বিচিত্র সব চরিত্র ফুটিয়ে তুলেছেন। ছয়টি গল্পের প্রত্যেকটি চরিত্র পাঠকদের কাছে নতুন আঙ্গিকে তুলে ধরতে নিজের জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন লেখক।
পুরো বইটি পড়লে পাঠকরা খুঁজে পাবে নিজের জীবনের বাস্তবতা। নতুন আঙ্গিকে উপলদ্ধি হবে জীবন। মিলে যাবে নিজের জীবনে ঘটে যাওয়া বেশ কিছু কাহিনী। কিছু সময়ের জন্য হয়ে পড়তে হবে নস্টালজিক। এমনই বাস্তবতার আলোকে লেখক আহসান ওয়াহিদ ফুটিয়ে তুলেছেন চরিত্রসমূহকে। গল্পের চরিত্রগুলোর মধ্যে যেমন রয়েছে আমাদের পরিচিত নানা বিষয়ের অবতারনা, অন্যদিকে ঠিক তেমনি আবার অনেক অচেনা বিষয় পাঠককে টেনে নিবে গল্পের গভীরে। সূক্ষ অন্তর্দৃষ্টির এই লেখক পেশায় জনতা ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক। এর আগে তাঁর আরো বেশ কয়েকটি গল্পগ্রন্থ ও উপন্যাস প্রকাশিত হয়েছে। ‘কাছের মানুষ দূরের মানুষ’ গল্পগ্রন্থটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। বইটির মূল্য ১৫০ টাকা।