বই মেলায় নতুন উপন্যাস ‘অমৃতায়ন’
‘অমৃতায়ন’ উপন্যাসটি মূলত ভিন্ন সময়ের উপন্যাস। আটনগরী গ্রামে বেড়ে উঠা পুরোনো শিউলি ফুলগাছ... এই শিউলি ফুলগাছের আচ্ছন্নতা মাতিয়ে রাখে উপন্যাসের প্রধান চরিত্র অনিকেতকে। শরতের শাব্দিক সমাবেশ। কর্ণকিঙ্করী নদীতে ভেসে চলেছে গ্রামীণ জীবন... যেই জীবনে লুকিয়ে আছে অনিকেতের নিজের গল্পও।
ষাটের দশকের প্রেক্ষাপটে লেখা উপন্যাস অমৃতায়ন। উপন্যাসের সরল গদ্যভঙ্গিমা পাঠককে টেনে নিয়ে যাবে উপন্যাসের শেষ পর্যন্ত। উপন্যাসের স্বাদ আস্বাদনে পাঠক নিজেদের অমৃতায়নের মধ্যদিয়ে আবিষ্কার করবে। এ যেন অমৃতায়ন উপন্যাসের মধ্যদিয়ে অমৃতায়নের স্বাদ পাওয়া।
উপন্যাসটির প্রচ্ছদ করেছেন সারাজাত সৌম। উপন্যাসটি অমর একুশে গ্রন্থমেলা ২০১৮ তে ‘পুথিনিলয়’-এর স্টলে পাওয়া যাচ্ছে। স্টল নম্বর ২০০, ২০১, ২০২।