নতুন বই ‘শাওনের বয়ানে হুমায়ূন’
এবারের একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের সাক্ষাৎকার ভিত্তিক একটি বই। বইটি মূলত জনপ্রিয় কথাসাহিত্যিক ও তাঁর স্বামী হুমায়ূন আহমেদকে নিয়ে। বইটি গ্রন্থনা করেছেন শোয়েব সর্বনাম।
শোয়েব জানান, এই বই থেকে হুমায়ূন আহমেদে প্রথম জীবনের প্রেম সম্পর্কে অনেক অজানা তথ্য জানা যাবে। তিনি আরো জানান, ‘হুমায়ূনপত্নি মেহের আফরোজ শাওনের সাক্ষাৎকারের ভিত্তিতে অনেক অজানা গল্প, হুমায়ূন আহমেদের লেখা চিরকুট ও চিঠি এবং বিরল সব আলোকচিত্র রাখা হয়েছে এই বইতে।’
বইটি প্রকাশ করেছে অবসর। বইটির প্রচ্ছদ করেছেন সঞ্জীব পুরোহিত, মূল্য ২৫০ টাকা, বইটি পাওয়া যাচ্ছে অবসর প্রকাশনা সংস্থার ১৪ নং প্যাভিলিয়নে।