বইমেলায় নতুন গল্পের বই
এবারের বইমেলায় জাগৃতি প্রকাশনী থেকে বেরিয়েছে মাহরীন ফেরদৌসের নতুন গল্পের বই ‘গল্পগুলো বাড়ি গেছে’।
বইটি সম্পর্কে লেখক বলেন, “প্রতিটি গল্পের আসলে একটি গন্তব্য থাকে। প্রায় দুই বছর ধরে আমেরিকা থাকার পরও এ বইয়ের বেশিরভাগ গল্পই বাংলাদেশের প্রেক্ষাপটের। ভ্রম, সম্পর্ক, অতীতের হাতছানি, সমসাময়িক, রোমাঞ্চকর, প্রেম, সত্য ঘটনা অবলম্বনেসহ নানা বিষয়বস্তুর মেলবন্ধনেই ‘গল্পগুলো বাড়ি গেছে’ বইটি।”
মাহরীন ফেরদৌস ২০১৩ সালে ‘একুয়া রেজিয়া’ ছদ্মনামে অন্যপ্রকাশ থেকে প্রকাশ করেছেন নিজের প্রথম গল্পগ্রন্থ। পরবর্তীকালে ছদ্মনামেই লিখেছেন উপন্যাস। তবে স্বনামে বই প্রকাশের উদ্যোগ এবারই প্রথম।