মেলায় দীপংকর দীপকের ‘ছায়ামানব’ও মাসুমের ‘আমিও ফড়িং তুমিও ফড়িং’

Looks like you've blocked notifications!

একুশে গ্রন্থমেলায় নাট্যকার ও গীতিকার দীপংকর দীপকের পঞ্চম গল্পগ্রন্থ ‘ছায়ামানব’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে মিজান পাবলিশার্স। ১০টি গল্প নিয়ে বইটি সাজানো হয়েছে। এসব গল্পে ধর্মনিরপেক্ষতা, নারী স্বাধীনতা, জীবনমুখী সংগ্রাম, প্রথাবিরোধী মনোভাব, শ্রেণিচেতনা ও সমাজ বাস্তবতা জীবন্ত উপাদান হয়ে পরিস্ফুটিত হয়েছে। পাশাপাশি প্রকৃতিবাদ, কর্মবাদ, সময়ের মূল্যবোধ, মানবমনের দুঃখবোধ, স্বদেশপ্রেম, মানবপ্রেম, মৃত্যুভাবনাসহ গবেষণামূলক নানা বিষয় উঠে এসেছে।

এ প্রসঙ্গে দীপংকর দীপক বলেন, ‘বরাবরের মতো এবারের বইয়েও ব্যতিক্রম ও শিক্ষামূলক বিষয়বস্তু উপস্থাপন করেছি। আশা করি, আমার বইটি পাঠকহৃদয়কে কিছুটা হলেও আন্দোলিত করবে।’

কলি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে দীপকের আরেকটি শিশুতোষ বই ‘ধূর্ত শিয়াল’। গতবারের বইমেলায়ও দীপংকর দীপকের দুটি বই প্রকাশিত হয়েছে। বইগুলো হচ্ছে কাব্যগ্রন্থ ‘কালচক্র’ ও গল্প সংকলন ‘প্রহেলিকা’।

শিগগির বাসুদেব ঘোষের ‘সূর্যালোকে শানিত প্রাণের গান’ শীর্ষক অ্যালবামে দীপকের লেখা দুটি দেশাত্মবোধক গান প্রকাশিত হবে।    এ ছাড়া তাঁর ‘অন্ন কিংবা আত্মহত্যা’ নাটকটি প্রচারের অপেক্ষায় রয়েছে।

অন্যদিকে, মাসুম আওয়ালের নতুন ছড়ার বই ‘আমিও ফড়িং তুমিও ফড়িং’ একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে। মজার ছড়া দিয়ে ভরা মিষ্টি ছড়ার বইটি মূলত শিশুতোষ ছড়ার বই। ছড়াগলো পড়ে ছোটরা ছন্দের তালে দুলতে দুলতে যেমন আনন্দ পাবে, অন্যদিকে সমান মজা পাবে বড়রাও। লেখক ছড়ায় ছড়ায় দিয়েছেন বইটির পরিচয়।

‘এই বইটা হাতে নিয়ে, হারিয়ে যেতে পারো তুমি, নতুন ছড়ার সুরে, তোমার জন্য লিখেছি সব, কুড়কুড়ে মুড়মুড়ে। এই বইটায়, তোমার দেখা বৃষ্টি আছে ফড়িং আছে, পুতুল আছে হাতি আছে, সিংহ আছে, আছে শখের ঘুড়ি, এই বইটাই, কবি আছে ছবি আছে, পাখি আছে, খুশির মাখামাখি আছে, আছে পিচ্চি বুড়ি, এই বইটায়, গ্রামকে পাবে শহর পাবে, মা’কে পাবে, পাবে প্রিয় দেশ, পড়েই দেখ ছড়াগুলো, ছড়িয়ে দিবে মনের ভেতর, ভালোবাসার রেশ।’

গুণী চিত্রশিল্পী আশফাকুল আশেকীনের আঁকা বইটির মিষ্টি প্রচ্ছদটি এঁকেছেন চারু পিন্টু। ছড়ার পাশা পাশি আাঁকা ছবিগুলো দেখেও জুড়িয়ে যাবে মন। বইটির মূল্য রাখা হয়েছে মাত্র ১০০ টাকা। বইটি প্রকাশ করেছে পার্ল পাবলিকেশন। মেলায় পার্ল পাবিলিকেশনের ৬ নম্বর প্যাভিলিওনে পাওয়া যাচ্ছে বইটি। ‘আমিও ফড়িং তুমিও ফড়িং’ মাসুম আওয়ালের তৃতীয় ছড়ার বই। অন্য দুটি বই হলো, ‘ছুটছে মজার ছড়ার গাড়ি’ (২০১০), ‘ভূততাড়ুয়া’(২০১৪)।