নজরুল মৃত্যুবার্ষিকীতে বাংলা একাডেমিতে অনুষ্ঠান

Looks like you've blocked notifications!

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি আগামীকাল ১১ ভাদ্র ১৪২২/২৬ আগস্ট ২০১৫ বুধবার বিকেল ৪টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে একক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। ভবিষ্যতের নজরুল শীর্ষক একক বক্তৃতা প্রদান করবেন অধ্যাপক জুলফিকার মতিন। সভাপতিত্ব করবেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম।এ ছাড়া রয়েছে আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।