ম্যাক্সিম গোর্কিকে নিয়ে বিটিভিতে অনুষ্ঠান

Looks like you've blocked notifications!

রোদ-ঝলমলে পয়লা বৈশাখে দিনভর ছিল বর্ষবরণ উৎসব। সন্ধ্যায় কালবৈশাখী তাতে বাগড়া দেয়। দেশে দেশে বর্ষবরণ উৎসব বা অন্য কার্নিভাল কেমন হয়ে থাকে? ভেনিসের মুখোশ উৎসব, ফ্রান্সের নিস শহরের কার্নিভাল কিংবা ব্রাজিলের সাও পাওলো বা রিওস কার্নিভালের বর্ণিল ছটা একঝলক দেখে নিলে মন্দ হয় না। কবি মারুফ রায়হানের পরিকল্পনা-গ্রন্থনা ও উপস্থাপনায় বিটিভির বিশ্বসাহিত্যবিষয়ক নিয়মিত অনুষ্ঠান ‘নিসর্গ ও নক্ষত্র’ যথারীতি সাজানো হয়েছে এমনই সব আকর্ষণীয় পর্বে।

এবারের অনুষ্ঠানের কেন্দ্রে আছেন রুশ মহান লেখক ম্যাক্সিম গোর্কি। কদিন আগে তাঁর সার্ধশত জন্মবার্ষিকী পালিত হলো। গোর্কির সাহিত্য নিয়ে আলোচনা করেছেন ড. আকিমুন রহমান। বিশ্বখ্যাত উপন্যাস মাদার অবলম্বনে নির্মিত প্রায় শতবর্ষী পুরোনো নির্বাক চলচ্চিত্রের অংশবিশেষ থাকছে, সঙ্গে এ মহান লেখককে নিয়ে তৈরি তথ্যচিত্রের কিছুটা পরিবেশিত হবে। চলতি মাসেই যাঁর জন্মদিনে গুগল বেশ মাতামাতি করল, সেই মার্কিন কবি ও সংগীতশিল্পী মায়া অ্যাঞ্জেলোর মায়াকাড়া একটি কবিতার আবৃত্তিও থাকছে অনুষ্ঠানে। আর ‘চরণ চিত্রণ’ পর্বে এবারের অতিথি মৈমনসিংহ গীতিকার মলুয়া-মহুয়া-চন্দ্রলেখাকে, যিনি ক্যানভাসে মূর্ত করে তুলেছেন, সেই বর্ষীয়ান শিল্পী শাকুর শাহ। অনুষ্ঠানটি বিটিভিতে প্রচারিত হবে আজ রোববার দুপুর ২টা ৪০ মিনিটে। এর পরদিন রাতে পুনঃপ্রচার বিটিভি ওয়ার্ল্ডে।