মাসুদ পারভেজের ‘বিচ্ছেদের মৌসুম’

একুশের বইমেলার শেষ সময়ে প্রকাশিত হয়েছে মাসুদ পারভেজের গল্পগ্রন্থ ‘বিচ্ছেদের মৌসুম’।
নতুন প্রজন্মের এই গল্পকারের গল্প চিত্তাকর্ষক। গল্পগুলোতে অধুনা ল্যাটিন মেজাজ দেখা যায় কিন্তু বাংলার লোকগল্পের অনুষঙ্গ ও নির্মিতি এবং মৌখিক ভাষার ছাঁচে লেখক এই জনপদের গল্পই বলতে চেয়েছেন বিশ্বজনীন বোধ ও মননে, বহুমাত্রিক ইঙ্গিতময়তায়। এটাই লেখকের পায়ের তলার মাটি বা নিজস্ব নন্দন। ১১টি গল্প নিয়ে গড়ে উঠেছে বিচ্ছেদের মৌসুম গল্পগ্রন্থটি।
গল্পগুলো সম্পর্কে মাসুদ পারভেজ বলেন, “গল্পগুলো ধীরে ধীরে ক্ষয় হয়ে যাওয়া জনপদের, হারিয়ে যাওয়া মানুষের। যে মানুষটি শ্রমিক হয়ে বিদেশ পাড়ি জমায় তার গল্প আবার পেছনে যে যুবতী বউ ফেলে গেল তার গল্প। গল্পের মাঝে গান, লোকজ ছড়া আর মুখের বুলি মিশেছে। আর এসবের মধ্য দিয়ে গল্পের বিষয় হয়ে উঠেছে শেকড় সন্ধানী। ডোম, তাড়িখোর কিষান, পরবাসী শ্রমিক, হাইব্রিড ফসল, ক্লান্ত লেখক, পেঁচা, ঝিঁ ঝিঁ এসব চরিত্র ঘিরেই গল্পের কাহিনী। মানুষ সামাজিক হওয়ার পরও যে একা- তারই বয়ান বিচ্ছেদের মৌসুম।’
বিচ্ছেদের মৌসুম লেখকের দ্বিতীয় গল্পগ্রন্থ। বইটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স, পাওয়া যাচ্ছে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানের ৮১ নং স্টলে।
বিচ্ছেদের মৌসুম পাণ্ডুলিপির জন্য লেখক ‘দেশ পাণ্ডুলিপি পুরস্কার ২০১৪’ পেয়েছিলেন। বইয়ের প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি।
মাসুদ পারভেজের প্রথম গল্পগ্রন্থ ‘ঘটন অঘটনের গল্প’ প্রকাশিত হয় ২০১১ সালে। লেখক বসবাস করেন সিলেটে আর শিক্ষকতা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।