নাসিমূল আহসানের দুই বই

মেলায় এসেছে নাসিমূল আহসানের প্রথম দুটি বই। এর মধ্যে একটি উপন্যাসিকা এবং আরেকটি মুক্তগদ্যের বই।
‘গোলাপ মেয়ের সাথে স্বর্গযাত্রা’ উপন্যাসিকাটি বেরিয়েছে পলল প্রকাশনী থেকে। গোলাপ মেয়েকে নিয়ে লেখকের একচ্ছত্র এই যাত্রার মনোরম বর্ণনা রয়েছে বইয়ের প্রত্যেক পৃষ্ঠায়। ৪৮ পৃষ্ঠার বইটির দাম ৯০ টাকা। গল্পের সাথে রয়েছে প্রাসঙ্গিক অলংকরণ। প্রচ্ছদ করেছেন দেওয়ান আতিকুর রহমান। সোহরাওয়ার্দী উদ্যানের ১৬১-১৬২ নং স্টলে পাওয়া যাচ্ছে বইটি।
‘রোদের কাছে চিঠি’ বইটি মুক্তগদ্যের। বিভিন্ন সময়ে লেখা মুক্তগদ্যগুলো মলাটবন্দি হয়েছে এই বইতে। চমৎকার সব সময়ের বর্ণনা রয়েছে এতে। প্রেমিকার প্রতি কামনা রয়েছে, আছে মায়ের প্রতি ভালোবাসাও। স্কুল, ছোটবেলা, বাবা, আঙুল সবকিছুই মানুষের জীবনের বিভিন্ন অংশের বয়ান। বইটি প্রকাশ করেছে রাঁচী গ্রন্থকেন্দ্র। বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানের ১৭১ নং স্টলে পাওয়া যাচ্ছে বইটি। এর প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ। বইটির দাম ৯০ টাকা।
নাসিমূল আহসানের জন্ম মাদারীপুরে। লেখাপড়া করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। কর্মজীবনের শুরুতে কিছুদিন সাংবাদিকতা করেছেন। বর্তমানে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে সহকারী প্রশিক্ষক হিসেবে কাজ করছেন।