বইমেলায় ‘কৈশোর তারুণ্যে বই ট্রাস্টে’র আয়োজন

Looks like you've blocked notifications!

‘কৈশোর তারুণ্যে বই ট্রাস্ট’-এর উদ্যোগে ২০১৬ থেকে বিদ্যায়তনে শ্রেণি কক্ষের পাশে বইমেলার আয়োজন করা হচ্ছে। এপর্যন্ত  আয়োজিত হয়েছে ৬৮টি বইমেলা। পাঠরুচি, বই, অলংকরণ, প্রচ্ছদ, পত্রিকা, ই-বুক, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং শিক্ষার্থী-সন্তানের পাঠ রুচিতে অভিভাবক-শিক্ষক-লেখক-প্রকাশকের দায়িত্ব নিয়ে মতবিনিময় করা হয় এসব মেলাতে। তারই ধারাবাহিকতায় এবারের একুশের গ্রন্থমেলায় প্রতি শিশু প্রহরে একত্রিত হবে কৈশোর তারুণ্যের বই ট্রাস্ট। বইয়ের উৎসবে বসে শিশু-কিশোরদের কাছ থেকেই শোনা হবে বই নিয়ে তাদের পর্যবেক্ষণ। ট্রাস্টের এই আয়োজন শুরু হচ্ছে মেলার প্রথম শনিবার থেকে। প্রতি শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে বসবে এই আয়োজন।

প্রথম আয়োজনে সবার সঙ্গে উপস্থিত থাকবেন শিশু সাহিত্যিক আলী ইমাম, শিক্ষক-গবেষক মোরশেদ শফিউল হাসান,  স্থপতি - নির্মাতা এনামুল করিম নির্ঝর, লেখক আহমেদ মাযহার ও কথা সাহিত্যিক মোস্তফা কামাল। অনুষ্ঠানটি সবার জন্যই উন্মুক্ত।