মোজাফ্ফর হোসেনের ‘পরাধীন দেশের স্বাধীন মানুষেরা’

Looks like you've blocked notifications!

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে 'আবুল হাসান সাহিত্য পুরস্কার-২০১৮' প্রাপ্ত মোজাফ্ফর হোসেনের ছোটগল্পের বই ‘পরাধীন দেশের স্বাধীন মানুষেরা’। বইটি প্রকাশ করেছে অগ্রদূত প্রকাশনী। প্রচ্ছদ করেছেন সারাজাত সৌম। ১২৮ পৃষ্ঠার গ্রন্থে স্থান পেয়েছে ১৯টি গল্প। মূল্য ১৯০টাকা।

বইটি নিয়ে পুরস্কার কমিটির জুরি বোর্ডের চারজন সদস্য তাঁদের ভাষ্য ব্যক্ত করেছেন বইটির প্রচ্ছদপটে। লেখক গৌতম চৌধুরী বলেন, “ভয়াবহতা আর সৌন্দর্য, জীবনের এই দুই মেরুকেই বারবার স্পর্শ করে গেছে এই গ্রন্থের গল্প। ‘পরাধীন দেশের মানুষেরা’র রচয়িতা তেমনই একজন সাহিত্যিক, যাঁর জন্য বাংলা ভাষার পাঠক অপেক্ষায় ছিলেন।”

কবি কুমার চক্রবর্তী বলেন, ‘চরিত্রদের স্থানচ্যুতি ও নীরবলম্বতা, ফলে একে ঘিরে পরিপার্শ্বের বিকল্প বাস্তবতার উন্মোচন, মানব-অস্তিত্বের অনুত্তরণীয়, অপরিত্রাহী ও অমোঘ এক অবস্থাকে ইঙ্গিত করেছে, যা গল্পগুলোকে অবিচ্ছন্ন মাত্রিকতা দিয়েছে।’

কবি মজিদ মাহমুদ বলেন, ‘আমার পড়া সর্বশেষ সেরা গ্রন্থের অন্যতম পরাধীন দেশের স্বাধীন মানুষেরা। এই গ্রন্থের গল্পগুলো পাঠককে এক নতুন জগৎ নির্মাণে কিংবা তার পরিচিত জগৎগুলোকে আলাদা করে ভাবতে সহায়তা করবে।’

লেখক রাশেদুজ্জামান বলেন, ‘রহস্যময়তা সৃষ্টি ও বাস্তবতার বাইরে গিয়ে পরিস্থিতির ওপর গভীর আলো ফেলা এই লেখকের ধরন। পরাধীন দেশের স্বাধীন মানুষগুলো তাই কখনো বাস্তবতা ও সাম্প্রতিক এবং কখনো প্রতীকী প্রবণতা, অধিবাস্তবতা ও রহস্যময়তাকে অতিক্রম করে আমাদের সময়ের শিল্পভাষ্য হয়ে ওঠে। লেখক ভাষা-সচেতন এবং একই সঙ্গে পাঠকের মাথার গল্প পরতে পরতে যে ছক গড়ে ওঠে, তাকে নস্যাৎ করতে জানেন। ’

অন্যদিকে গ্রন্থের ভূমিকায় মোজাফফর হোসেন বলেন, ‘প্রত্যেক মানুষের একটা গল্প থাকে। সেই গল্পের আবার কতগুলো সম্ভাব্য গল্প থাকে। আমি লেখক হিসেবে ব্যক্তির মূল গল্প পাশ কাটিয়ে সম্ভাব্য গল্পগুলো লিখতে চেয়েছি।’

অকাল-প্রয়াত কবি আবুল হাসানের নামে পুরস্কারটির উদ্যোক্তা অনলাইন সাহিত্যপত্রিকা ‘পরস্পর’ এবং প্রকাশনা সংস্থা ‘অগ্রদূত অ্যান্ড কোম্পানি’। সহযোগিতায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। পুরস্কার কমিটির আহ্বায়ক নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ। অর্থমূল্য এক লাখ এক হাজার ১০১ টাকা।

পুরস্কারের জন্য পাণ্ডুলিপি আহ্বান করা হলে বাংলাদেশসহ ভারত ও ইউরোপ-আমেরিকা থেকে ৩১২টি পাণ্ডুলিপি জমা পড়ে বলে জানান পরস্পর-সম্পাদক কবি সোহেল হাসান গালিব। বাছাইকৃত পাণ্ডুলিপি মূল্যায়নের জন্য গঠিত হয় চার সদস্যবিশিষ্ট ভারত-বাংলাদেশ যৌথ জুরি বোর্ড। তাঁরা চূড়ান্তভাবে নির্বাচিত করে এই পাণ্ডুলিপি।

এর আগে ‘অতীত একটা ভিনদেশ’ গল্পগ্রন্থের জন্য মোজাফ্ফর এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কারসহ ‘পুনরুত্থান’ গল্পের জন্য অরণি ছোটগল্প পুরস্কার ও ‘মিডিয়া ভার্সেস নোবডি’ গল্পের জন্য বৈশাখী টেলিভিশন—তোমার গল্পের সবার ঈদ পুরস্কার পান।