‘রোমান্টিক আবহাওয়া, তাই শেষের কবিতা কিনতে এসেছি’

Looks like you've blocked notifications!

এবার অমর একুশে গ্রন্থমেলা বাড়ানো হয়েছে দুদিন। ২ মার্চ পর্যন্ত চলবে মেলা। গতকাল বৃহস্পতিবার মেলায় বই কিনতে এসেছিলেন শিক্ষার্থী নিশাত সুলতানা। এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেন তিনি।

প্রশ্ন : আপনি পড়াশোনা করছেন কোন বিষয়ে?

নিশাত সুলতানা : ইডেন কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে পড়ছি। কিছুদিন পর অনার্স ফাইনাল পরীক্ষা দেব।

প্রশ্ন : শেষ মুহূর্তে মেলায় এসেছেন। কী ধরনের বই কিনছেন?

নিশাত সুলতানা : এর আগেও মেলায় কয়েকবার এসেছি। আজ রোমান্টিক আবহাওয়া, তাই রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা কিনতে এসেছি। এত দিন নানা কারণে উপন্যাসটি পড়া হয়নি। আজ ঘরে বসে ভাবলাম বইটা কিনবই। তাই মেলায় বান্ধবীকে নিয়ে এসেছি।

প্রশ্ন : নতুন লেখকদের বই পড়েন?

নিশাত সুলতানা : আমি তরুণ লেখকদের লেখা বেশি পড়ি। আয়মান সাদিক ও সাদাত হোসেনের লেখা বেশি ভালো লাগে।

প্রশ্ন : মেলার পরিবেশ কেমন লাগছে?

নিশাত সুলতানা : প্রথমদিকে তো খুব ভালো ছিল। এবার মেলা অনেক গোছানো। তবে বৃষ্টির কারণে অনেক ক্ষতি হয়েছে। অনেক স্টলের লাইট বারবার নিভে যাচ্ছে। এর মধ্যেই বই কিনছি।