Beta

‘লেখক ও পাঠকের সংখ্যা অনেক বেড়েছে’

০১ মার্চ ২০১৯, ১৭:২৮

অমর একুশে গ্রন্থমেলায় এসেছেন কবি ও নাট্যপ্রযোজক ফারাদীবা ইয়াসমিন গ্লোরী। এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেন তিনি।

প্রশ্ন : বইমেলায় এসে কেমন লাগছে?

ফারাদীবা ইয়াসমিন গ্লোরী : খুব ভালো লাগছে। এবার বেশ কয়েকবার মেলায় এসেছি।

প্রশ্ন : আপনার নতুন কোন বই প্রকাশ পেয়েছে?

ফারাদীবা ইয়াসমিন গ্লোরী : বই নতুন লিখিনি। তবে নতুন কবিতা মাঝেমধ্যে লিখছি।

প্রশ্ন : মেলা থেকে কী ধরনের বই কিনেছেন?

ফারাদীবা ইয়াসমিন গ্লোরী : কবিতার বই বেশি কিনেছি। এ ছাড়া শিশুতোষ ও গল্পের বই কিনেছি।

প্রশ্ন : মেলার পরিবেশ কেমন লাগছে?

ফারাদীবা ইয়াসমিন গ্লোরী : চমৎকার। মেলার পরিবর্তন অনেক ভালো লাগছে। অনেক বড় পরিসরে মেলা হচ্ছে। লেখক ও পাঠকের সংখ্যাও অনেক বেড়েছে। আমার তো মনে হয়, বইমেলার এই বিশাল আয়োজনের জন্য অনেকে লিখতে আগ্রহী হচ্ছেন। এটা অনেক ইতিবাচক ব্যাপার।

Advertisement