বইমেলার তিনটি নতুন বই

আত্মহননের প্ররোচনা
অমর একুশে গ্রন্থমেলা এখন শেষ হওয়ার পথে। তারপরও প্রায় প্রতিদিনই প্রকাশ হচ্ছে নতুন বই। সম্প্রতি প্রকাশিত হয়েছে বিশিষ্ট লেখক ফারুক মঈনউদ্দীনের গল্পগ্রন্থ ‘আত্মহননের প্ররোচনা’। মুক্তিযুদ্ধভিত্তিক দুটি গল্পসহ মোট সাতটি গল্পের সংকলন এটি। প্রথমে ছটি গল্প নিয়ে এই গ্রন্থটি প্রকাশ করেছিল কলকাতার অনুষ্টুপ। সেটিরই পরিবর্ধিত প্রথম বাংলাদেশ সংস্করণ প্রকাশ করেছে প্রকৃতি। বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী মাসুক হেলাল। পাওয়া যাচ্ছে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ৬৩ নম্বর স্টলে। ১১২ পৃষ্ঠার বইটির মূল্য ২০০ টাকা।
ফেসবুকের সাত-সতের
সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক। সারা বিশ্বেই তুমুল জনপ্রিয়তা পাওয়া ফেসবুকের নানা ধরনের সেবাও প্রতিনিয়ত যুক্ত হচ্ছে। ফেসবুকের প্রাথমিক বিষয়, অ্যাকাউন্টের বিস্তারিত, অ্যাকাউন্ট খোলার পদ্ধতি, ব্যবহার, নানা ধরনের টিপস, নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখাসহ ফেসবুকের অনেক অজানা বিষয়ের দারুণ সব তথ্য নিয়ে প্রকাশিত হয়েছে ‘ফেসবুকের সাত-সতের’ বইটি। বইটি লিখেছেন নুরুন্নবী চৌধুরী হাছিব। প্রকাশ করেছে আদর্শ প্রকাশনী (স্টল নং: ৪১১-৪১২)। প্রচ্ছদ করেছেন মানবেন্দ্র গোলদার। বইটির দাম ধরা হয়েছে ১৫০ টাকা।
যারা ফেসবুকে এখনও অ্যাকাউন্টই খোলেননি কিংবা যাদের অ্যাকাউন্ট আছে, সবার জন্যই দারুন উপযোগী তথ্য পাওয়া যাবে। এককথায় ফেসবুকের অনেক অজানা তথ্য সহজেই জানা যাবে যা দীর্ঘদিন ধরে ব্যবহার করেও অনেকেই জানতে পারেননি এখনো। ফেসবুকের শুরুর কথা, ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের অজানা সব মিথ, ফেসবুকের জনপ্রিয় কিছু মিথ, বাংলাদেশে ফেসবুকের অবস্থা, ফেসবুক-ভিত্তিক বাণিজ্য ইত্যাদি নানা বিষয়ে জানা যাবে এ বইতে।
এই শহরে মেঘেরা একা
এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে একুয়া রেজিয়ার উপন্যাস ‘এই শহরে মেঘেরা একা’। একুয়া রেজিয়া নামের আড়ালের মানুষটি মাহরীন ফেরদৌস। ‘এই শহরে মেঘেরা একা’ তাঁর দ্বিতীয় উপন্যাস। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রে আছে মুক্তি নামের একটি মেয়ে। আমাদের দৈনন্দিন জীবনের টানাপড়েনে বেড়ে ওঠা খুব সাধারণ একটি মেয়ে মুক্তি। উপন্যাসটির কাহিনী আবর্তিত হয়েছে মুক্তি ও তার চারপাশে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে।
বরাবরের মতো ‘এই শহরে মেঘেরা একা’ উপন্যাসটি প্রকাশিত হয়েছে অন্যপ্রকাশ থেকে। বইটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ এঁকেছেন নির্ঝর নৈঃশব্দ্য, বইটির দাম ধরা হয়েছে ১৮০ টাকা, পাওয়া যাবে বইমেলায় অন্যপ্রকাশের স্টলে ও রকমারিডটকমে ২৫% মূল্যছাড়ে।