ছাপচিত্র প্রদর্শনী ‘ইচ্ছাকৃত/এলোমেলো’
গ্যালারি কলা কেন্দ্রে ‘ইচ্ছাকৃত/এলোমেলো’ শিরোনামে শুরু হয়েছে শিল্পী পলাশ বরণ বিশ্বাস ও শিল্পী ফারজানা রহমান ববির ছাপচিত্রকর্ম প্রদর্শনী।
গত ১৩ অক্টোবর সন্ধ্যা ৭টায় যৌথভাবে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পী মনিরুল ইসলাম, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মঞ্জুর রহমান ও অধ্যাপক এম এ রহিম ফিরোজ।
উডকাট, এচিং, অ্যাকুয়াটিন্ট, লিথোগ্রাফ ও মিক্স মিডিয়ায় করা মোট ২১টি চিত্রকর্ম রয়েছে প্রদর্শনীতে।
ভাব থেকে বস্তুর উৎপত্তি, প্লেটোনিক তত্ত্বের এই ভাবনাকে একপাশে সরিয়ে রেখে বস্তুগত অভিজ্ঞতার আধিপত্যই মানুষের নিউরনকে নিয়ন্ত্রণ করে—এ কথা মেনে নিলে শিল্পী পলাশ বরণ বিশ্বাস ও শিল্পী ফারজানা রহমান ববির শিল্পবোধ ও শিল্পকর্মগুলোর অন্তর্ভাব বুঝতে সুবিধা হয়।
মূর্ত-বিমূর্তের বিবেচনায় শিল্পী ববির কাজে বস্তুগত অভিজ্ঞতার, বিশেষ করে ভূদৃশ্যের সরলীকরণ ঘটেছে, যা আপাতদৃষ্টিতে বিমূর্ত বলে ভ্রম হয়। তাঁর কাজে রেখার প্রাধান্য একক।
অন্যদিকে, শিল্পী পলাশের কাজ বিমূর্ত রীতির কোনো পথ ধরে অগ্রসর হয়নি। টেক্সচারের যথেচ্ছ প্রয়োগের মাধ্যমে বা উল্লম্ব ও আনুভূমিক রেখার কম্পোজিশন তৈরির মাধ্যমে তাঁর কাজে অধিত রীতিগুলোতে কমনীয়তা দেওয়ার চেষ্টা স্পষ্ট হয়ে উঠেছে।
প্রদর্শনীটি আগামী ৮ নভেম্বর প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।