তিন প্রজন্মের শিল্পকর্ম প্রদর্শনী
‘ছোটবেলা থেকেই আমি দেখেছি চারপাশে রঙ, রঙের গুটি, মাকে দেখেছি গাছের ছালবাকল লতা পাতা থেকে সুতাগুলো রঙ করছে চারপাশে শুধু রঙের ছড়াছড়ি। আমার মনে হয় তখন থেকেই আমার মনে শিল্পবোধের জন্ম হয়েছে। আমার মেয়েও আমাদের পারিবারিক পরিবেশ দেখেই তো বড় হয়েছে সেও ছবি আঁকে ফটোগ্রাফি করে । মা ও মেয়েকে নিয়ে এক সাথে প্রদর্শনী করতে পারছি এইটা আমার পরম পাওয়া।’ এভাবেই কথাগুলো বলছিলেন শিল্পী কনক চাপা চাকমা।
শিল্পী সরত মালা চাকমা, কনক চাপা চাকমা এবং শিরোপা পূর্ণার শিল্পকর্ম নিয়ে অ্যাথেনা গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে করেছে ‘থ্রি জেনারেশন’ শিরোনামে শুরু হয়েছে যৌথ শিল্পকর্ম প্রদর্শনীর।
গত ১৭ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় অ্যাথেনা গ্যালারিতে যৌথভাবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন অ্যাটোর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ ফেডারেশন অব ওমেন ইন্টারপ্রেনার্সের প্রেসিডেন্ট রোকেয়া আফজাল রহমান এবং বরেণ্য শিল্পী মুস্তফা মনোয়ার ।
শিল্পী সরত মালা চাকমা যিনি নিখুঁত হাতের বুনন শিল্পের মাধ্যমে বাংলার ইতিহাস রচনা করেছেন বিশ্বময়। তাঁর হাতের নিখুঁত বুনন অর্জন করে নিয়েছে বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। তুলা থেকে সুতা সেই সুতায় বাহারি রঙের ব্যবহার ও কারুকাজ চোখ ধাঁধিয়ে যায়। ব্যক্তি মানুষ সরত মালার সরলতা স্বজনপ্রীতি যেমন মানুষের মনকে মাতিয়ে তোলে তেমনি তাঁর শিল্পও মানুষের মন ছুঁয়ে যায়।
শিল্পী কনক চাপা চাকমা যার কথা ও শিল্প কোনোটাই লিখে সীমাবদ্ধ করা যায় না। তাঁর চিত্রশিল্পের ব্যাপ্তি পরিসর সারা দুনিয়ার। এই প্রদর্শনীতে তাঁর আঁকা চিত্রকর্মে ফুটে উঠেছে তাঁর নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য তাঁর আপন নিবাস ও আপন একটি জগত যেখানে অন্য কোনো শিল্পীর আর দখল নেই।
কম বয়সে অত্যন্ত মেধাবী শিল্পী শিরোপা পূর্ণা একই সাথে ছবি আঁকা, ফিল্ম মেকিং, ফটোগ্রাফি নানাভাবে জয় করেছে মানুষের মন, অর্জন করেছে বহুমাত্রিক আন্তর্জাতিক পুরস্কার।
এই প্রদর্শনীতে শিল্পী সরত মালা চাকমার ১৭টি বুনন শিল্প, কনক চাপা চাকমার ৪৭টি চিত্রকর্ম এবং শিরোপা পূর্ণার চিত্রকর্ম, আলোকচিত্র ও ভিডিও চিত্রসহ ১৪টি শিল্পকর্ম রয়েছে।
প্রদর্শনীটি চলবে আগামী ৭ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।