জয়নুল গ্যালারিতে ‘প্রকৃতি ও মানুষের অন্তঃকরণ’
‘আদি যুগ থেকেই মানুষ নিজের মনের ভাব প্রকাশের জন্য ছবি আঁকে। কিন্তু মানুষ এখনো ভাষার মাধ্যমে মনের ভাব পরিপূর্ণ ভাবে প্রকাশ করতে অপারগ। আমি আমার মনের ভাব ও অনুভূতিগুলো অনুভব করার চেষ্টা করি। কখন কী অনুভব করি তা বোঝার চেষ্টা করি। আর তাকেই ঢেলে দেই ক্যানভাসে। আমার সব কাজে প্রকৃতি আর মানুষের সংমিশ্রণ থাকে। কারণ আমি নিজেকে প্রকৃতিরই একটা অংশ মনে করি। তাই প্রকৃতির সাথে আমার অন্তকরণ।’ এভাবেই কথাগুলো বলছিলেন তরুণ শিল্পী জেসমিন জাহান ঝুমা ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ১৬টি চিত্রকর্ম নিয়ে ‘প্রকৃতি ও মানুষের অন্তঃকরণ’ শিরোনামে শুরু হয়েছে শিল্পী জেসমিন জাহান ঝুমার একক চিত্র প্রদর্শনী।
গত ২৫ অক্টোবর বিকেল ৫টায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি বিশিষ্ট ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন শিল্পী শিশির ভট্টাচার্য।
শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণী বলেন, ‘শিল্পী জেসমিন জাহানের রেখার পরতে পরতে দীপ্তিময়তার আভাস মেলে । তাঁর ছবির মাঝে আনন্দ ও বিষণ্ণতার মেলবন্ধন অনুভূত হয়। জেসমিন জাহান ধীর পদক্ষেপে ধাপে ধাপে অহিংস ব্যক্তিত্ব রচনা করবেন তাঁর রেখায় রেখায়।’
অসংখ্য রেখায় তৈরি আলোক-লতা জড়িয়ে আছে বিমূর্ত মানব শরীর, সেই শরীর থেকে বেরিয়ে গেছে ডাল-পালা। তার শাখা-প্রশাখায় স্নিগ্ধ সবুজ পাতা যেন রোদের পরশে ভিন্ন জগতের কথা বলছে। শিল্পীর চিত্রকর্মে এমনভাবেই ধরা দিয়েছে প্রকৃতি।
প্রদর্শনীটি চলবে আগামী ৩১ অক্টোবর (প্রতিদিন সকাল ১০টা থেকে রাত রাত ৮টা) পর্যন্ত।