বেঙ্গল আর্ট লাউঞ্জে ‘ক্রোমাটিক ডিলিউশান্স’
শিল্পী মাকসুদা ইকবাল নীপা খ্যাত তাঁর বিমূর্ত রঙ্গিন কম্পোজিশনের জন্য। প্রায়শই তিনি বিশাল ক্যানভাসে কাজ করেন। তাঁর এই ব্যতিক্রমী বিন্যাস নিয়ে ‘ক্রোমাটিক ডিলিউশান্স’ শিরোনামে শুরু হয়েছে একক চিত্র প্রদর্শনীর ।
গত ৩১ অক্টোবর সন্ধ্যা ৬টায় বেঙ্গল আর্ট লাউঞ্জে তিন সপ্তাহব্যাপী এই প্রদর্শনীটি যৌথভাবে উদ্বোধন করেন ইউরোপীয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়োদন এবং বিশিষ্ট শিক্ষাবিদ ড.আনিসুজ্জামান ।
শিল্পী নীপার চিত্রকর্ম নিয়ে শিল্প সমালোচক জাভেদ জলিল বলেন, ‘রঞ্জক আর ক্যানভাস পৃষ্ঠ নীপার যাত্রার প্রারম্ভ বিন্দু। সে তাঁর অনুভূতি আর বাস্তবতার মিশ্রণে অন্ধভাবে এঁকে যান রঙকে অনুভব করে। সকল পদার্থ মিশে গিয়ে একীভূত হয়ে সৃষ্টি করে এমন এক পবিত্র মেলবন্ধনের যেখানে দেহ, মন এবং আত্মা সমৃদ্ধ হয়ে উঠে একই গানে।’ তিনি আরো বলেন, ‘বাস্তবিক পক্ষে শিল্পী নীপার কম্পোজিশন একনজর দেখে উপলব্ধি করা সম্ভব নয় । শিল্পী তাঁর কাজে যেভাবে আত্মোৎসর্গ করেছেন, দর্শকের পক্ষ থেকেও সেই নিষ্ঠতা প্রত্যাশিত’।
প্রদর্শনীটিতে স্থান পেয়েছে ২৬টি নন ফিগারেটিভ বিমূর্ত রীতির চিত্রকর্ম। আলোছায়া, দূরত্ব কিংবা দেখার ভঙ্গিমায় সামান্য পরিবর্তন কি করে পুরো চিত্রকর্মকে পুনর্বিন্যস্ত করে ফেলে শিল্পীর এই বর্ণ চর্চা দর্শককে বিস্মিত করবে। বাংলাদেশে বিমূর্ত চিত্রের যাত্রার একধাপ এগিয়ে যাওয়ার পথে ‘ক্রোমাটিক ডিলিউশান্স’ দর্শকদের সামনে উপস্হাপন করে আধুনিক এবং সমকালীন শিল্পের এক কথোপকথন ।
শিল্পী নীপা ১৯৯৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ড্রইং অ্যান্ড পেন্টিং থেকে বিএফএ এবং ২০০৪ সালে জাপানের আইছি বিশ্ববিদ্যালয় থেকে পেন্টিংয়ে এম.এড শেষ করেন । এটি শিল্পীর ১১তম একক চিত্র প্রদর্শনী ।এছাড়া তিনি জাতীয় এবং আন্তর্জাতিক মিলে অর্ধ শতাধিকেরও বেশি প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন ।