বইমেলার সঙ্গে এবার আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন
মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা আগামিকাল রোববার শুরু হচ্ছে। বিকেল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে এ বইমেলা ও সাহিত্য সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার বইমেলার পাশাপাশি প্রথমবারের মতো আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির কক্তব্য দেবেন সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর।
বাংলা একাডেমির সভাপতি প্রফেসর ইমেরিটাস আনিসুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেবেন জার্মান সাহিত্যিক হান্স হার্ডার, ফরাসী লেখক ফ্রাঁস ভট্টাচার্য, বেলজিয়ামের সাহিত্যিক ফাদার দ্যতিয়েন, ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ভাষাবিদ ড. পবিত্র সরকার।
বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ জানিয়েছে, এবারে মেলায় মোট ৩৫১টি প্রতিষ্ঠানকে ৫৬৫টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় বাংলা একাডেমির বই ৩০% কমিশনে এবং ২০০০ সালের আগের বই ৭০% কমিশনে, এ ছাড়া অন্যান্য প্রতিষ্ঠান ২৫% কমিশনে বই বিক্রি করবে। মেলায় প্রবেশপথে আর্চওয়ে ৭৫টি ক্লোজসার্কিট ক্যামেরাসহ প্রর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গত বছর থেকে এ বছর পর্যন্ত দেশের বিভিন্ন ক্ষেত্রের প্রয়াত ১৩ জন বিশিষ্ট ব্যক্তির স্মরণে স্মৃতি-স্মারক স্থাপন করা হবে।