কালিদাস কর্মকারের চিত্র প্রদর্শনী ‘পাললিক অনুভব’
অ্যাথেনা গ্যালারি অব ফাইন আর্টসে ‘পাললিক অনুভব’ শিরোনামে ৭১টি চিত্রকর্ম নিয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পূর্ণ শিল্পী কালিদাস কর্মকারের ৭১তম একক চিত্র প্রদর্শনী।
অ্যাক্রিলিক, মিশ্র মাধ্যম, ছাপচিত্র, ডিজিটাল লিথোগ্রাফ, ড্রইং ও অন্যান্য মাধ্যমসহ শিল্পীর বর্তমান বাস্তব সময়ের নিরিখে স্থাপনা শিল্পও স্থান পেয়েছে প্রদর্শনীতে।
শিল্পী কালিদাসের ছবিতে বর্তমান সময়, অবিশ্রান্ত, মানবীয় অভিজ্ঞতার সম্পর্কের ভাষা মূর্ত করে তোলে। তাঁর ছবির শেকড় গাঁথা এ জনপদেরই মাটিতে। এ ভূখণ্ডের যাপনপ্রণালি, নানা ধর্মের সমন্বয়, লোকশিল্পের নানা প্রতীক উপাদন হিসেবে এসেছে শিল্পী কালিদাসের চিত্রকলায়। তাঁর চিত্রকলায় এই জনগোষ্ঠীর বিভিন্ন আন্দোলনের অনুষঙ্গে এসেছে তাবিজ, কবজ আর কড়ি। কাগজের মণ্ডের পটভূমিতে কখনো চকিতে ধরা পড়েছে মৃত্যুমুখ মুক্তিযোদ্ধার যন্ত্রণাকাতর হাতের ইঙ্গিত। শিল্পী কালিদাসের চিত্রকলায় এসেছে আবহমান বাঙালির নিশ্বাস, কিন্তু চিত্রকলার স্বভাব কোথাও ঢলে পড়েনি। শিল্পীর উচ্ছ্বাস, অভিব্যক্তি, শুদ্ধতা, বেদনা, স্মৃতি আর একাকিত্ব—এ সবই যেন শিল্পীর ‘পাললিক অনুভব’।
শিল্পী কালিদাস কর্মকার ১৯৪৬ সালে ফরিদপুর শহরের নিলটুলীতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬২-৬৪ সালে ঢাকা ইনস্টিটিউট অব আর্টস থেকে দুই বছরের কোর্স শেষ করে ১৯৬৯ সালে কলকাতায় গভর্নমেন্ট কলেজ অব ফাইন আর্টস এবং ক্রাফ্ট থেকে প্রথম বিভাগে প্রথম স্থান নিয়ে চারুকলায় স্নাতক ডিগ্রি লাভ করেন। এ পর্যন্ত তাঁর দেশ-বিদেশে নির্বাচিত একক চিত্র প্রদর্শনীর সংখ্যা ৭১তম। তিনি বহু আন্তর্জাতিক দলবদ্ধ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন এবং আন্তর্জাতিক সম্মান লাভ করেছেন। বাংলাদেশে ছাপচিত্র-শিল্পের প্রচার ও প্রসার আন্দোলনে গ্রাফিকস আঁতেলিয়ার-৭১-এর মাধ্যমে তাঁর ভূমিকা স্মরণযোগ্য। ভারত ছাড়াও পোল্যান্ড, ফ্রান্স, জাপান, আমেরিকায় আধুনিক শিল্পের বিভিন্ন মাধ্যমে উচ্চতর ফেলোশিপ নিয়ে সমকালীন চারুকলা মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তিনি ১৯৭৬ সাল থেকে ফ্রিল্যান্স শিল্পী হিসেবে দেশ-বিদেশে কাজ করে আসছেন।
গত ৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় প্রদর্শনীটি উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক ও পাক্ষিক অনন্যা পত্রিকার সম্পাদক তাসমিমা হোসেন, বরেণ্য শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার এবং সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাথেনা গ্যালারি অব ফাইন আর্টসের চেয়ারপারসন নিলু রওশন মোরশেদ।
প্রদর্শনীটি আগামী ২২ ডিসেম্বর (প্রতিদিন বেলা ১০টা থেকে রাত ৮টা) পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।