দৃক গ্যালারিতে ‘বৈচিত্র্যে ও বৈচিত্র্যতায় পাহাড়ের রং’
পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে ছোট ছোট ছবির মতো ঘর। দেখে মনে হয় গাছের মতো পাহাড়ের বুক চিরে জন্ম নিয়েছে ঘরগুলো, যেন পাহাড়েরই অংশ। পাহাড়ি ঝরনার স্বচ্ছ পানি আঁকাবাঁকা নদীর মতো বয়ে চলেছে দূরে। সেখান থেকে খাবার পানি সংগ্রহ করছেন পাহাড়ি নারীরা। আবার মাথায় লাকড়িভর্তি ঝুড়ি নিয়ে ক্লান্ত হয়ে ফিরছেন ঘরে।
ক্যানভাসে আরো উঠে এসেছে পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতি ও জীবনধারা, শিল্পীর আপন ভাবনায় দৃষ্টিভঙ্গিতে মানুষের পোশাক-আশাক, সুখ-দুঃখ, আনন্দ-উল্লাস, দারিদ্র্য, সীমাবদ্ধতা এবং সংগ্রাম, সর্বোপরি পাহাড়ের কোমলে কঠোরে মেশানো জীবনের বাস্তবতাকেই তুলে ধরার চেষ্টা করেছেন শিল্পীরা।
পাহাড়ের চিত্রকলাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে পাহাড়ের চিত্রশিল্পীদের নিয়ে ‘হিল আর্টিস্ট গ্রুপের’ উদ্যোগে তিন পার্বত্য জেলার ২৭ জন শিল্পীর ১২৫টি শিল্পকর্ম স্থান পেয়েছে ‘বৈচিত্র্যে ও বৈচিত্র্যতায় পাহাড়ের রং’ শিরোনামের এই প্রদর্শনীতে।
গতকাল মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, বিকেল সাড়ে ৪টায় দৃক গ্যালারিতে প্রদর্শনীটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা এবং শিল্পী শিশির ভট্টাচার্য।
প্রদর্শনীটি আগামী ১৯ ডিসেম্বর (প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা) পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।