সেলিব্রেটেড ভায়োলেন্স : যেন ক্ষতচিহ্নের ছাপ
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত কলাকেন্দ্র গ্যালারিতে শুরু হতে যাচ্ছে প্রথিতযশা শিল্পী দিলারা বেগম জলির রেখাচিত্র প্রদর্শনী। প্রদর্শনীর শিরোনাম ‘সেলিব্রেটেড ভায়োলেন্স-৫ : ওউন্ড’।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখবেন লেখক শাহাদুজ্জামান। প্রদর্শনী চলবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত। ‘সেলিব্রেটেড ভায়োলেন্স’ শীর্ষক সিরিজভিত্তিক প্রদর্শনীটি মূলত শুরু হয় ২০১৪ সাল থেকেৱ।
এ প্রদর্শনীর কিউরেটর হিসেবে আছেন কেহকাশা সাবা ও ওয়াকিলুর রহমান। এ পর্বে শিল্পী দিলারা বেগম জলির একক প্রদর্শনী হচ্ছে এ সিরিজে।
এ শিল্পীর কাজ সম্পর্কে কিউরেটর কেহকাশা সাবাহ বলেন, “সর্বমোট ১৮টি কাজ স্থান পেয়েছে এ প্রদর্শনীতে। বেশ কিছুদিন ধরেই ‘সেলিব্রেটেড ভায়োলেন্স’ সিরিজের কাজ চালিয়ে আসছি। আদতে যে ক্ষত মানুষের শরীরে কিংবা মননে গেঁথে যায়, তার বহিঃপ্রকাশ কী করে ঘটে শিল্পীদের কাজে তা-ই দেখাতে চেয়েছি আমরা। জলি আপা কাগজের ওপর সুই ফুঁড়ে ফুঁড়ে যখন একেকটা শিল্পকর্ম গড়ে তোলেন, আপনি দেখতে পাবেন যেন ভেতরে আর বাইরে যে যন্ত্রণা ও যে ক্ষতচিহ্নের ছাপ, তারই বহিঃপ্রকাশ মনে হয় এটিকে।’