‘মেঘের ডানায় চড়ে’, কনকচাঁপার বই

Looks like you've blocked notifications!
সংগীতশিল্পী কনকচাঁপা। ছবি : সংগৃহীত

সংগীতশিল্পী কনকচাঁপা কবিতাচর্চা করেন অনেকদিন ধরেই।  প্রায়ই তিনি ফেসবুকে নিজের লেখা কবিতা পোস্ট করেন।  যারা কনকচাঁপার কবিতা পছন্দ করেন তাঁদের জন্য সুখবর হলো,  এবার অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ হতে যাচ্ছে কনকচাঁপার লেখা কবিতার বই। বইটির নাম ‘মেঘের ডানায় চড়ে’। বইটি প্রকাশ করছে নাগরি প্রকাশ।

‘মেঘের ডানায় চড়ে’ বইটিতে  মোট ৫০টি কবিতা রয়েছে।  এতে কী ধরনের কবিতা আছে জানতে চাইলে এনটিভি অনলাইনকে  কনকচাঁপা বলেন, ‘বেশির ভাগ কবিতা আমি আমার কৈশোরের স্মৃতিচারণা থেকে লিখেছি। আমার বাবার দেশের বাড়ি সিরাজগঞ্জে কিন্তু সেখানে আমার থাকা হয়নি। আমার শৈশব-কৈশোর কেটেছে ঢাকার মাদারটেকে।  শৈশবের সেই দিনগুলো  এখনো ভুলতে পারি না আমি। তাই কবিতাগুলো লিখেছি। এ ছাড়া মৃত্যুভাবনা,  প্রকৃতি ও দেশপ্রেম নিয়েও রয়েছে বেশ কিছু কবিতা।’

কবিতার বইটি প্রকাশ করতে কে বেশি অনুপ্রেরণা দিয়েছেন জানতে চাইলে কনকচাঁপা বলেন, ‘আমার একজন ভক্ত বইটি করার কথা  আমাকে প্রথম বলেছিলেন। সেই ছেলেটির নাম ফয়সাল।  আমাকে মায়ের মতো  শ্রদ্ধা করতেন তিনি।  দুঃখজনক ব্যাপার হলো, গত বছরের ২৫ জুলাই ছেলেটি সড়ক দুর্ঘটনায় মারা যান। মৃত্যুর আগে আমার বই প্রকাশের সব ব্যবস্থা তিনিই করে দিয়ে যান। আমি কিছুই করিনি।’

খুব শিগগিরই ‘মেঘের ডানায় চড়ে’ বইটির মোড়ক উন্মোচন করা হবে বলে জানান কনকচাঁপা।