নতুন বই
বইমেলায় একুয়া রেজিয়ার দুই বই
অমর একুশে গ্রন্থমেলায় এসেছে একুয়া রেজিয়ার দুটি নতুন বই, একটি উপন্যাস ও অন্যটি গল্পগ্রন্থ।
'মনোসরণি' নামে উপন্যাসটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ এবং ১৪টি গল্প নিয়ে 'কাকতাড়ুয়ার আকাশ' শিরোনামের বইটির প্রকাশক অনিন্দ্য প্রকাশ।
মনোসরণি
স্বপ্ন জমা থাকে মুঠোর ভেতর। যে স্বপ্ন থেকে সৃষ্টি হয় গল্প, যা আমাদের ঘিরে বেড়ে ওঠে বুনোলতার মতো। আমাদের অজান্তেই, কিন্তু প্রগাঢ় মায়ায়। কোনো গল্প থাকে ফেলে আসা সময়ের দীর্ঘশ্বাসের। কোনো গল্প থাকে দুজনের, অযুত-নিযুত দূরত্বের। কিছু গল্প থাকে ছেঁড়া ছেঁড়া আনমনা স্বপ্নে বোনা। যেখানে কখনো জমে মোহাবিষ্ট শিশিরকণা, আর কখনো ভিড় করে আসে নরম কোমল সন্ধ্যা। মনের অতলে থেকে ডুবুরি হয়ে ভেসে আসে পুরোনো স্মৃতি, ভীষণ পরিচিত কোনো মুখের। যাকে কেউ মুছে ফেলেছিল এমনই এক সন্ধ্যাবেলায়। যেখানে নীড় বাঁধে না শব্দ, ফিরে আসে না স্বপ্ন। কিন্তু বেলাশেষে বিশাল এক বেগুনি আকাশের নিচে দাঁড়িয়ে কেউ কেউ খুঁজে পায় জীবনের নতুন অর্থ, কেউ বা এই ছোট্ট সময়ের ছোট্ট জীবনে খুঁজে ফিরে একপশলা বৃষ্টি।
বইমেলার ৬ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে ‘মনোসরণি’ উপন্যাস। নির্ঝর নৈঃশব্দ্যের প্রচ্ছদে করা বইটির দাম ২০০ টাকা।
কাকতাড়ুয়ার আকাশ
মানুষ সামগ্রিকতায় বিশ্বাস করে। বিশ্বাস করে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকায়, জড়িয়ে রাখায়। সময়ের সঙ্গে বাজি রেখে মানুষ তাই বেঁচে থাকে আশায়, ভাবনায়। কিন্তু নিরন্তর সেই ছুটে বেড়ানোর শেষ কোথায়? কোনো রাস্তার মোড়ে এসে কি কখনো তারও দম আটকে আসে? নিস্তব্ধ কোনো রাতে বারান্দায় নিশ্চুপ দাঁড়িয়ে থাকা কেউ ফুঁপিয়ে কেঁদে ওঠে না? যখন আনমনা সে সময়েই আর কেউ স্বপ্ন বোনে, অজানা ভবিষ্যতের?
মানুষের নিজস্ব একাকী সেই সময়ের অনুভূতিগুলোই নিপুণ তুলিতে যেন এঁকেছেন গল্পকার তাঁর এই দ্বিতীয় গল্প সংকলনে।
বইয়ে রয়েছে ১৪ টি গল্প। এগুলো হলো—কাকতাড়ুয়ার আকাশ, অসিতবরণ কৃষ্ণচূড়া, পিগম্যালিয়ন এফেক্ট, বসন্ত, ভালোবাসা মেঘেদের ডানায়, স্বপ্নকান্না, অনিকেত প্রতীক্ষা, আকাশ ভেঙে বৃষ্টি, বৃষ্টিতে ডুবে যাই, হাবিবি, রোদ পড়ে না, গল্পহীন, নিরন্তর নৈঃশব্দে, মেঘ জমে আছে মন কোণে এবং মুক্তি।
কারু তিতাসের প্রচ্ছদে করা ‘কাকতাড়ুয়ার আকাশ’ বইটি পাওয়া যাবে অনিন্দ্য প্রকাশের ২৯৩-২৯৬ নম্বর স্টলে। বইটির দাম ২০০ টাকা।